আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত প্রায় ৫২ লাখ নাগরিক দেশ ছেড়ে পালিয়েছেন।
রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
সংস্থাটি বলছে, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ৫১ লাখ ৮৬ হাজার ৭৪৪ জন ইউক্রেনীয় দেশ ছেড়ে ভিন দেশে শরণার্থী-জীবন বেছে নিয়েছেন।এই শরণার্থীদের একটা বড় অংশ আশ্রয় নিয়েছেন প্রতিবেশি দেশ পোল্যান্ডে।
যুদ্ধাবস্থার কারণে দেশ ছেড়ে পালাতে আরও বিপুল সংখ্যক মানুষ সীমান্ত এলাকার দিকে যাত্রা করেছে। আগ্রাসী শক্তিকে প্রতিরোধের লড়াইয়েও নেমে পড়েছেন অনেকে।
-এএ