আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে রাশিয়ার হামলায় দেশটির দুই শতাধিক শিশু নিহত হয়েছে। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস থেকে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলায় ২১৩ শিশু নিহত এবং ৩৮৯ শিশু আহত হয়েছে। এখন ইউক্রেনীয় কর্তৃপক্ষ যে হতাহতের সংখ্যা বা তালিকা প্রকাশ করেছে তা আগের তথ্য। বর্তমানে বিভিন্ন সঙ্ঘাতে যে সকল শিশু নিহত হয়েছে, তাদের সংখ্যা ওই তালিকায় প্রকাশ করা হয়নি।
এদিকে ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেনকো বলেছেন, রাশিয়ান সেনাবাহিনীর গোলাবর্ষণে দু’শিশু নিহত হয়েছে। এ সময় তিনি যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে জনগণকে সরে যাওয়ার আহ্বান জানান।
দোনেৎস্ক অঞ্চলের গভর্নর তার টেলিগ্রাম অ্যাকাউন্টে আরো বলেছেন, রাশিয়ার হামলায় পাঁচ বছর ও ১৪ বছর বয়সী দু’বালিকা নিহত হয়েছে। ওচেরেটিনস্ক কম্যুনিটির একটি ভবনে রুশ হামলায় ওই দু’শিশু নিহত হয়।
সূত্র: আল-জাজিরা।
এনটি