আওয়ার ইসলাম ডেস্ক: কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশের ৪৬তম বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামীকাল (সোমবার, ২৫ এপ্রিল) ২৩ রমজান।
পরীক্ষার্থীরা এবং মাদরাসা অনলাইনে ফলাফল দেখতে পারবেন।
ব্যাক্তিগত মার্কসিট পেতে শিক্ষার্থীর পরীক্ষার সন, জন্ম তারিখ, জামাতের নাম, মাদরাসার নাম, শিক্ষার্থীর নাম, নিবন্ধন নং ও রোল নং দিতে হবে।
মাদরাসার রেজাল্ট পেতে পরীক্ষার সন, বিভাগ ও মাদরাসার ইলহাক( নিবন্ধন) নম্বর দিয়ে ফলাফল দেখতে ও সংগ্রহ করতে পারবে।
এছাড়াও বোর্ডের ফেইসবুক পেইজ ও ওয়েবসাইট; http://www.gawhardangaboard.com থেকেও ফলাফল পাওয়া যাবে।
এনটি