বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

আঞ্চলিক উত্তেজনা কমাতে বাগদাদে ইরান-সৌদি বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আঞ্চলিক উত্তেজনা কমাতে প্রতিবেশী সৌদি আরব ও ইরান নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছে। মধ্যপ্রাচ্যে প্রধান আঞ্চলিক শক্তি ইরান ও সৌদি আরব পঞ্চমবারের মতো বৈঠকে বসেছে।

আজ রোববার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পুরো মধ্যপ্রাচ্যে ইরান ও সৌদি আরব একে অপরের বিরোধী দলগুলোকে সমর্থন দিয়ে থাকে। যেমন, ইয়েমেন সরকারকে সমর্থন দেয় সৌদি আরব, অন্যদিকে, সেখানে সরকারবিরোধী হুতিদের সমর্থন দেয় ইরান।

এতে আরও বলা হয়, ইরানের শীর্ষ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট এক বার্তা সংস্থা জানিয়েছে, ৬ সপ্তাহের বেশি সময় বিরতির পর ইরাকের রাজধানী বাগদাদে ইরান ও সৌদি আরবের মধ্যে বৈঠক শুরু হয়েছে।

ইরাকের এক নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে সংক্ষেপে বলেছেন, ‘গত বৃহস্পতিবার বাগদাদে এই আলোচনা শুরু হয়েছে।’

প্রতিবেদন মতে, গত বছরের এপ্রিলে দেশ দুটির মধ্যে আলোচনা শুরু হয়। গত ১৩ মার্চ ইরান কোনো কারণ না দেখিয়েই আলোচনা ‘সাময়িকভাবে স্থগিত’ করে দেয়।

গতকাল শনিবার ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ঘনিষ্ঠ সংবাদ সংস্থা নূর নিউজ টুইটার পোস্টে জানায়, ‘বাগদাদে দুদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে ইতিবাচক পরিবেশে আলোচনা শুরু হয়েছে।’

এতে আরও বলা হয়, বৈঠকে দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে ‘আশার আলো’ দেখা গেছে। সৌদি আরব প্রখ্যাত শিয়া নেতার মৃত্যুদণ্ড দেওয়ায় তেহরানে সৌদি দূতাবাসে বিক্ষোভকারীরা হামলা চালালে ২০১৬ সালে তাদের কূটনৈতিক সম্পর্ক ভেঙে পড়ে।

নূর নিউজ আরও জানায়, দুদেশের পররাষ্ট্রমন্ত্রীরা ‘অদূর ভবিষ্যতে’ বৈঠকে বসবেন। তবে, ইরান ও সৌদি আরব আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু নিশ্চিত করেনি।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ