শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

‘শিক্ষাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল হটকারি সিদ্ধান্ত গ্রহণ করেছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্ববিদ্যালয় জ্ঞান উৎপাদন, জ্ঞান বিতরণ এবং মেধাবী ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করার জায়গা, কিন্তু সেখানে জালিয়াতির কৌশল করা জাতির জন্য অশুভ সংকেত। শিক্ষাকে পণ্যায়ন করার এক নীল নকশা বাস্তবায়নের পথে হাঁটছে বর্তমান শিক্ষাব্যবস্থা। শিক্ষাব্যবস্থাকে অগ্রহণযোগ্য ও প্রশ্নবিদ্ধ করতে একটি মহল এমন হটকারি সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আজ (২৩ এপ্রিল ) শনিবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ মাহবুব হোসেন মানিক এক বিবৃতিতে এ মন্তব্য করেন।

তিনি আরোও বলেন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় গুচ্ছ পদ্ধতি শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক একটি ব্যবস্থা। এতে শিক্ষার্থীদের সময়, অর্থ ও শ্রম বেঁচে যায়। কিন্তু শিক্ষার্থীদের সুবিধা বিবেচনা না করে স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মুনাফার স্বার্থে মেধাতালিকা অনুযায়ী মেরিট লিস্টে পরবর্তীদের সুযোগ না দিয়ে ভর্তি কার্যক্রম বন্ধ করে এ পদ্ধতিকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে। শিক্ষার্থীদের ভর্তির সুযোগ থেকে বঞ্চিত করা শিক্ষার মৌলিক অধিকারের পরিপন্থী।

প্রসঙ্গত, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ গুচ্ছভুক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সিট খালি রেখে ভর্তি কার্যক্রম বন্ধ করে এমন সিদ্ধান্তের পথে হাঁটছে বলে জানা গেছে। যা কোনোভাবেই যৌক্তিক সিদ্ধান্ত নয়।

বিবৃতিতে ইউজিসি ও গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয় সমূহের কর্তৃপক্ষকে সংকট নিরসন করে দ্রুততম সময়ের মধ্যেই পূর্ণ আসনে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে ভর্তির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে দাবি আদায়ে রাজপথে কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ