নুরুদ্দীন তাসলিম।।
কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৫ তম কেন্দ্রীয় পরীক্ষা শেষ হয়েছে গত ১৬ মার্চ (বুধবার)। পরীক্ষা শুরু হয়েছিল ৯ মার্চ থেকে।
পরীক্ষা শেষে ফলাফলের অপেক্ষায় প্রহর গুনছেন শিক্ষার্থীরা। সাধারণত রমজানের শেষ দশকেই প্রকাশিত হয় বেফাকের কেন্দ্রীয় পরীক্ষার রেজাল্ট। তাই অপেক্ষা বেড়েছে দিগুণ।
রমসজানের শেষ দশকে ঈদের আগেই বেফাকের ৪৫ তম কেন্দ্রীয় পরীক্ষা রেজাল্ট প্রকাশিত হবে বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন বোর্ডের ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা যুবায়ের আহমাদ। তবে ফলাফল প্রকাশের নির্দিষ্ট কোন তারিখে জানাননি তিনি।
বর্তমানে ফলাফল প্রকাশের চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে বলে জানা গেছে। ২৬ রমজানে পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে পারে বলে জানা গেছে অসমর্থিত কিছু সূত্রে।
এবারের পরীক্ষায় সব ধরণের অনিয়মরোধে ডিজিটাল পদ্ধতি অবলম্বন করেছিল বেফাক।
শরহে বেকায়া, মেশকাত এই দুই জামাতের প্রশ্নপত্র ডিজিটাল পদ্ধতিতে কেন্দ্রে পাঠানো হয়েছিল। নাহবেমীর এবং তাইসিরের প্রশ্নপত্রের বিষয়ে এই পদ্ধতি অবলম্বন করা হয়নি।