আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকার মিরপুর-১৩-এর ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম ঢাকায় উচ্চতর হাদিস গবেষণা অনুষদ ‘উলুমুল হাদিস বিভাগ’ চালু হয়েছে।
আসন্ন ১৪৪৩-৪৪ হিজরি মুতাবিক ২০২২-২৩ ঈসাব্দ শিক্ষাবর্ষ থেকেই বিভাগটিতে আনুষ্ঠানিক পড়াশোনা শুরু হওয়ার কথা রয়েছে।
সে লক্ষ্যে আগামী ৭ শাওয়াল ফরম বিতরণ ও ১০ শাওয়াল পরীক্ষা গ্রহণের মধ্য দিয়ে শুরু হবে ভর্তি কার্যক্রম।
দাওরায়ে হাদিসে মুমতাজ শিক্ষার্থীরা ‘ফাতহুল বারী-১ম খণ্ড ও নুখবাতুল ফিকারে’র লিখিত এবং উন্মুক্ত বিষয়ে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দারুল উলুম ঢাকায় ভর্তি হতে পারবেন।
যোগাযোগ: ৪৮০৩২৮২১, ০১৭১৫-৯৬৩৩৫০ (মুহতামিম)
-এটি