বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

‘একটা মাছিও যেন পালাতে না পারে’, আদেশ পুতিনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্ব-দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী মারিওপোলে বিজয় ঘোষণার পর শহরটির সর্বশেষ প্রতিরোধ দূর্গ আজভস্টাল ইস্পাত কারখানাকে এমনভাবে অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন, যাতে সেখান থেকে একটা মাছিও পালাতে না পারে।

প্রায় দুই মাস ধরে অবরোধের পর ইউক্রেনের বন্দরনগরী মারিওপোল শহরকে সফলভাবে মুক্ত করা হয়েছে বলে বৃহস্পতিবার দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সেখানকার আজভস্টাল ইস্পাত কারখানায় ২ হাজারের বেশি ইউক্রেনীয় সৈন্য আটকে পড়ায় সেখানে অভিযানের পরিবর্তে অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন তিনি। পুতিন তার বাহিনীকে নির্দেশ দিয়েছেন, তারা যেন ওই ইস্পাত কারখানাটি ধ্বংস করার বদলে দখল করে।

রুশ সেনাদের উদ্দেশ্যে পুতিন বলেন, ‘এতে কষ্ট করে প্রবেশ করার বা বোমা বর্ষণ করার দরকার নেই। তারচেয়ে বরং শিল্প এলাকাটি এমনভাবে অবরোধ করুন, যাতে একটি মাছিও পালাতে না পারে’।

আজভ সাগরের তীরবর্তী মারিওপোলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া রাশিয়ার জন্য একটি বড় কৌশলগত বিজয় হবে। এর মাধ্যমে পূর্ব ইউক্রেনের রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের অঞ্চলগুলোর সঙ্গে রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়ার সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। এবং রুশ সেনাদের জন্য ইউক্রেনের পূর্বাঞ্চল দখল করা আরও সহজ হবে।

ওদিকে, আজভস্টাল ইস্পাত কারখানায় অবরুদ্ধ হয়ে পড়া ইউক্রেনীয় সেনা ও বেসামরিকদের সরিয়ে নিতে কোনো শর্ত ছাড়াই রাশিয়ার সঙ্গে বিশেষ আলোচনার প্রস্তাব দিয়েছে ইউক্রেন।

আলোচনার বিষয় হিসেবে ইস্পাত কারখানাটিতে আটকা পড়া বেসামরিক ও সেনাদের সঙ্গে রাশিয়ার যুদ্ধ বন্দিদের বিনিময় করার প্রস্তাব দিয়েছেন কিয়েভের সিনিয়র আলোচকরা।

মারিওপোলের অবশিষ্ট ইউক্রেনীয় সেনারা বিশাল আজভস্টাল ইস্পাত কারখানায় অবস্থান নিয়ে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে, কিন্তু তাদের পক্ষে আর বেশিক্ষণ হয়তো প্রতিরোধ অব্যাহত রাখা সম্ভব হবে না বলে গতকাল বুধবার সকালেই জানিয়েছিলেন সেখানে থাকা ইউক্রেইন মেরিনের একজন কমান্ডার।

রাশিয়া মস্কোর স্থানীয় সময় বুধবার দুপুর ২টার মধ্যে তাদের আত্মসমর্পণের চূড়ান্ত সময়সীমা বেঁধে দিলেও আজভস্টালের সেনারা তা অগ্রাহ্য করে। আত্মসমর্পণ না করে প্রতিরোধ চালিয়ে যাবে বলে জানায় তারা। রাশিয়া অস্ত্র নামিয়ে রেখে আত্মসমর্পণ করার যে প্রস্তাব দিয়েছে তা তারা প্রত্যাখ্যান করেছেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ