কাউসার লাবীব: জেরুজালেমের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরাইলের বেশ কয়েকটি ওয়েবসাইট একটি ইরাকি হ্যাকার গ্রুপের সাইবার আক্রমণের শিকার হয়েছে।
ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, হ্যাকার গ্রুপ ইসরায়েলের বিমান চলাচল কর্তৃপক্ষ, চ্যানেল 9 এর ওয়েবসাইট এবং ইসরায়েলী পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন (কেএএন) এর ওয়েবসাইট হ্যাক করেছে।
অতর্কিত এ সাইবার হামলার ফলে স্থানীয় সময় রাত ৯ টায় বিমান চলাচল কর্তৃপক্ষের ওয়েবসাইটটি পরিষেবার বাইরে ছিল তবে এর অপারেটিং সিস্টেমগুলিতে আক্রমণ করা হয়নি।
দখলদার ইসরাইলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, সাইবার আক্রমণটি একটি ইরাকি শিয়া গোষ্ঠী দ্বারা পরিচালিত হয়েছিল যা ইরানকে সমর্থন করা আততাহরিয়া দল নামে পরিচিত। এটি ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলেইমানিকে হত্যার প্রতিশোধ হিসেবে চালানো হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে, যিনি ৩ জানুয়ারী২০২০-এ মার্কিন ড্রোন হামলায় নিহত হন। সূত্র: আনাদুলু এজেন্সি
-কেএল