বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

মালয়েশিয়ায় বন্দিশিবিরে দা*ঙ্গা; পালাতে গিয়ে নিহ*ত ৬ রোহিঙ্গা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মালয়েশিয়ায় ইমিগ্রেশন আটককেন্দ্র থেকে পালানোর পর মহাসড়ক পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় ৬ রোহিঙ্গার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

আজ বুধবার স্থানীয় সময় ভোরের দিকে জাউয়ির কাছে নর্থ-সাউথ এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দ্য সান ডেইলি।

পুলিশ বলছে, সুঙ্গি বাকাপ ইমিগ্রেশন আটককেন্দ্র থেকে পালানো ৫২৮ রোহিঙ্গার মধ্যে ওই ছয়জন গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা পড়েন।

ভোর ৬টা ৫০ মিনিটের দিকে মৃত্যু হওয়া এই ছয়জনের মধ্যে দুই পুরুষ ও দুই নারী ছাড়াও দুটি শিশু রয়েছে বলে জানিয়েছেন পেনাংয়ের পুলিশপ্রধান মোহাম্মদ সুহাইলি মোহাম্মদ জাইন।

“এদের দুর্ঘটনায় মারা যেতে দেখে আরও ২২৯ রোহিঙ্গা তাদের পরিণতিও একই হতে পারে এমন ভয় থেকে মহাসড়কটি পার হওয়া থেকে নিজেদের বিরত রাখেন।

“ইমিগ্রেশন আটককেন্দ্র থেকে পালানোর পর কোথায় যাবেন, তা জানা না থাকায় তারা পরে মহাসড়কের এক পাশ ধরে হাঁটতে থাকেন,” সাংবাদিকদের বলেন সুহাইলি।

রোহিঙ্গাদের দলটিকে দেখতে পেয়ে সাধারণ জনগণ পুলিশকে সতর্ক করলে এই ২২৯ জনই ধরা পড়েন। স্থানীয় গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, সুঙ্গি বাকাপ ইমিগ্রেশন আটককেন্দ্র থেকে ভোরের আগে সাড়ে ৪টার দিকে ৫২৮ রোহিঙ্গা পালিয়ে যান।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ এদের ধরতে অভিযানে নামে, জানিয়েছেন সুহাইলি। “ওই কেন্দ্রে ৬৬৪ রোহিঙ্গা ছিলেন, তার মধ্যে ৫২৮ জন পালিয়ে যান। আমরা ওই মহাসড়কের পাশ থেকে ২২৯ জনকে ফের আটক করি। এর আগে গ্রামবাসী ও ইমিগ্রেশন বিভাগের কর্মীরা আটককেন্দ্রের কাছাকাছি এলাকা থেকে আরও ৮৮ জনকে ধরেছিল,” বলেছেন পুলিশের এই কর্মকর্তা।

বাকি ২০৫ জনকে ধরতেও অভিযান চলছে; এদের মধ্যে বয়স্ক ও শিশুও আছে এবং দলটি পেনাংয়েই আছে বলে অনুমান করা হচ্ছে, বলেছেন সুহাইলি।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ