বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

সৌদি আরবের স্বাস্থ্যখাতে আসছে পরিবর্তন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের স্বাস্থ্যখাতের বেশকিছু স্থানে সৌদিকরণ শুরু হয়েছে। স্বাস্থ্যখাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সৌদিকর্মী এবং প্রবাসীকর্মীর সংখ্যা নির্ধারিত করে দিচ্ছে মন্ত্রণালয়। সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়

গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সৌদি আরবের স্বাস্থ্যখাতে স্পেশালাইজড হেলথ প্রোফেশনে ৬০ শতাংশ সৌদিকরণ, মেডিকেল সরঞ্জাম সংক্রান্ত ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল চাকরিতে ৩০ শতাংশ সৌদিকরণ এবং মেডিকেল সরঞ্জামের বিক্রি এবং সাপ্লাই সংক্রান্ত চাকরিগুলোতে ৪০ শতাংশ সৌদিকরণ বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।

সৌদি আরবের স্বাস্থ্যখাতে মেডিকেল ল্যাবরেটরি, রেডিওলজি, ফিজিওথেরাপি এবং থেরাপিউটিক নিউট্রিশনসহ সব ক্ষেত্রে সৌদি স্পেশালিস্টদের ন্যূনতম বেতন ধরা হয়েছে ৭ হাজার রিয়াল এবং টেকনিশিয়ানদের জন্য সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ৫ হাজার রিয়াল।

মন্ত্রণালয় জানিয়েছে, সব মিলিয়ে সৌদি আরবের স্বাস্থ্যখাতে ৬০ শতাংশ সৌদিকরণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে মন্ত্রণালয়। এতে সৌদি নারী ও পুরুষদের জন্য ৫ হাজার ৬০০ চাকরির ব্যবস্থা হবে।

সৌদি আরবের মেডিকেল অ্যাপ্লায়েন্স সেক্টরে সেলস এবং মার্কেটিংয়ের চাকরিগুলোতে দুই ভাগে সৌদিকরণ করা হবে: প্রথম ভাগে ৪০ শতাংশ এবং দ্বিতীয় ভাগে ৮০ শতাংশ।

মেডিকেল ডিভাইস সংক্রান্ত ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল চাকরিগুলোর ক্ষেত্রে প্রথম ভাগে ৩০ শতাংশ এবং দ্বিতীয় ভাগে ৫০ শতাংশ সৌদিকরণ করা হবে। ফলে এই সেক্টরে সৌদি নারী ও পুরুষদের জন্য ৩ হাজার চাকরির ক্ষেত্র তৈরি হবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, সৌদি ডেন্টিস্ট এবং ফার্মাসিস্টদের জন্য আগামী সোমবার (১৮ এপ্রিল) থেকে সর্বনিম্ন বেতন ৭ হাজার রিয়াল ধার্য করা হয়েছে। সৌদি নারী ও পুরুষরা এসব চাকরিতে এ বেতন বা তার চেয়ে বেশি বেতনে কাজ করবেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ