রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


পারিবারিক কলহের জেরে ফেনীতে স্ত্রীর হাতে স্বামী খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফেনীতে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর ওপর গরম পানি ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনার ৬ দিন পর কাউসার আলম তৈমুর (৪৫) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ রোববার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী খাদিজা বিনতে শামস রুপাকে গ্রেফতার করেছে পুলিশ। তৈমুর ফেনী শহরের শহীদ সেলিনা পারভিন সড়কের (নাজির রোডের) আবু তৈয়ব চৌধুরীর ছেলে ও ফেনীর ফ্রেন্ডশীপ ক্রিকেট ক্লাবের প্রতিভাবান সাবেক খেলোয়াড়।

এ বিষয়ে নিহতের ছোট ভাই তানজুর চৌধুরী বলেন, দীর্ঘ দিন ধরে তার ভাই ও ভাবীর মধ্যে ঝগড়া বিবাদ চলে আসছিল। গত ১১ এপ্রিল সকাল ৬টার দিকে চিৎকার শুনে তারা ছুটে গিয়ে দেখতে পায় গরম পানিতে তার ভাইয়ের শরীর ঝলসে দেওয়া হয়েছে।

সেখান থেকে তাকে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে ও পরে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ণ ইউনিটের আইসিইউতে তাকে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়।

এদিকে গ্রেফতার হওয়ার আগে অভিযোগ অস্বীকার করে তৈমুরের স্ত্রী রুপা জানান, তাকে ফাঁসাতে অন্য কেউ এ চক্রান্ত করছে। সেদিন সেহরী খেয়ে তিনি ঘুমিয়ে ছিলেন। তার স্বামীর গায়ে কীভাবে গরম পানি পড়েছে তিনি তা জানেন না।

এদিকে, মৃত্যুর আগে তৈমুর তার জবানবন্দীতে লিখেছেন, তার স্ত্রী তাকে হত্যার উদ্দেশ্যে ঘুমন্ত অবস্থায় গরম পানি ঢেলে দিয়েছে। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন বলেন, অভিযোগের প্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় রুপাকে গ্রেফতার করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর