বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

রমজানে আল-আকসায় হা*মলা মানবাধিকার লঙ্ঘন: পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসরায়েলের অধিকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলি সেনাদের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান।

গতকাল শুক্রবার ইসরায়েলের সেনাবাহিনী সেখানে রমজানের মধ্যে জঘন্যভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছে দেশটি। খবর- জিও নিউজ।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে চালানো এই নিপীড়ন অত্যন্ত অমানবিক এবং এই আগ্রাসন মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন।

বিবৃতিতে বলা হয়, এই সপ্তাহে কয়েক ডজন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। দখলকৃত পূর্ব জেরুজালেম ও অন্যান্য এলাকায় আহত হয়েছেন অসংখ্য ফিলিস্তিনি। ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর সহিংসতা শোচনীয়ভাবে বেড়েই চলেছে, যা অত্যন্ত দুঃখজনক। নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নগ্ন আগ্রাসন বন্ধের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে পাকিস্তান।

আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে পাকিস্তান। নিরীহ ফিলিস্তিনিদের জীবন রক্ষায়, আন্তর্জাতিক আইন বজায় রাখতে এবং জাতিসংঘ সনদের মূলনীতি বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে পাকিস্তান।

ফিলিস্তিনের প্রতি পাকিস্তানের অটল সমর্থন পুনর্ব্যক্ত করে জাতিসংঘ (ইউএন) এবং ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) রেজোলিউশনের আলোকে দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধানের আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।

আল–জাজিরা জানিয়েছে, আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলের পুলিশ ও ফিলিস্তিনি বিক্ষোভকারীদের মধ্যে শুক্রবার সকালে সংঘর্ষ হয়। পবিত্র রমজান মাসে আল-আকসায় ইসরায়েলি পুলিশের অভিযানকে কেন্দ্র করে এ সংঘর্ষ বাধে। এ সময় ইসরায়েলি দাঙ্গা পুলিশ ফিলিস্তিনি বিক্ষোভকারীদের দিকে রাবার বুলেট ও গ্রেনেড নিক্ষেপ করে। এতে ১৫২ জন ফিলিস্তিনি আহত হন। এ সময় কয়েকশ ফিলিস্তিনিকে আটক করে ইসরায়েলি পুলিশ।

সংঘর্ষের ঘটনা নিয়ে ইসরায়েলি পুলিশের দাবি, আল-আকসা মসজিদ প্রাঙ্গণে পাথর ছুড়ছিলেন একদল বিক্ষোভকারী। তাদের ছত্রভঙ্গ করতে সেখানে প্রবেশ করে পুলিশ। আটক করা হয় ৩০০ জনকে। তবে ফিলিস্তিনি সূত্র বলছে, ৪০০ জনের বেশি ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর রাবার বুলেট ছুড়েছে। বিক্ষোভকারীরাও ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে পাথর ছোড়েন। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, আহত ব্যক্তিদের বেশির ভাগকেই হাসপাতালে পাঠানো হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ