সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


রোজা সংশ্লিষ্ট আধুনিক মাসায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রহমত, বরকত ও মাগফিরাতের সওগাত নিয়ে এসেছে পবিত্র মাহে রমজান। মহান আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য শ্রেষ্ঠ উপহার এ মাস। দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় একজন মুমিন তাকওয়ার গুনে গুনাণ্বিত হতে পারে। হতে পারে রাসুল সা. এর শ্রেষ্ঠ একজন উম্মত। লাভ করতে পারে ইহকালীন ও পরকালীন প্রভূত কল্যাণ। আল্লাহ ও তাঁর রাসূলের বাতলানো পন্থা ও সাহাবায়ে কেরামের নমুনায় রমজান পালনেই তা সম্ভব।

আওয়ার ইসলাম পাঠকের জন্য মাহে রমজান জুড়ে “মাসায়েলে রমজান” শিরোনামে প্রতিদিন গুরুত্বপূর্ণ কিছু মাসায়েল পাঠকের সমীপে উপস্থাপন করা হবে। নিয়মিত মাসায়েল লিখছেন, শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসা চৌধুরীপাড়ার ইফতা বিভাগের মুশরিফ, মুফতি সাদেকুর রহমান।


১, এন্ডোসকপি ব্যবহার করলে কি রোজা ভেঙ্গে যাবে?

চিকন একটি পাইপ যার মাথায় বাল্ব জাতীয় একটি বস্তু থাকে। পাইপটি পাকস্থলিতে ঢুকানো হয় এবং বাইরে থাকা মনিটরের মাধ্যমে রোগীর পেটের অবস্থা নির্ণয় করা হয়। এ নলে যদি কোনো ওষুধ ব্যবহার করা হয় বা পাইপের ভেতর দিয়ে পানি/ওষুধ ছিটানো হয়ে থাকে,তাহলে রোজা ভেঙ্গে যাবে। আর কোনো ওষুধ লাগানো না থাকলে রোজা ভাঙবে না। ইসলাম ও আধুনিক চিকিৎসা ,৩২৪ ,আলমগিরি১/২০৪

সালবুটামল( salbutamol)ইনহেলার (inhaler) ব্যবহার করলে কি রোজা ভেঙ্গে যাবে?

সালবুটামল, ইনহেলার ব্যবহার করলে রোযা ভেঙ্গে যাবে। শ্বাসকষ্ট দূর করার জন্য ওষুধটি মুখের ভিতর স্প্রে করা হয়। এতে যে জায়গায় শ্বাসরুদ্ধ হয় ঐ জায়গাটি প্রশস্ত হয়ে যায়। ফলে শ্বাস চলাচলে আর কোনো কষ্ট থাকে না। উল্লেখ্য-ওষুধটি যদিও স্প্রে করার সময় গ্যাসের মতো দেখা যায়, কিন্তু বাস্তবে তা তরল ওষুধ। অতএব মুখের ভিতর স্প্রে করার দ্বারা রোযা ভেঙ্গে যাবে। বিষয়টি নিয়ে কিছুটা মতানৈক্য থাকলেও বিশুদ্ধ মত এটাই। হ্যা, মুখে ইনহেলার স্প্রে করার পর না গিলে যদি থুথু দিয়ে তা বাইরে ফেলে দেয়া হয়, তাহলে রোযা ভাঙবে না। ইসলাম ও আধুনিক চিকিৎসা পৃষ্ঠা: ৩২৪ মাজাল্লাতু মাজমাআইল ফিকহিল ইসলামী,খন্ড-১০ ভলিউম- ২.পৃষ্ঠা:৩১-৬৫

রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করার নিয়ম। অনেক অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ হল, সাহরিতে এক ডোজ ইনহেলার নেওয়ার পর ইফতার পর্যন্ত আর ইনহেলার নেওয়ার প্রয়োজন পড়ে না । তাই এভাবে ইনহেলার ব্যবহার করে রোজা রাখা চাই । যদি কারো বক্ষব্যাধি এমন জটিল ও মারাত্মক আকার ধারণ করে যে,ইনহেলার নেওয়া ব্যতীত ইফতার পর্যন্ত অপেক্ষা করা সম্ভব নয়, তাদের জন্য শরীয়তে সুযোগ আছে,তারা প্রয়োজন অনুযায়ী ইনহেলার ব্যবহার করবে ও পরবর্তীতে রোজার কাজা করে নিবে ।আর কাজা সম্ভব না হলে ফিদয়া আদায় করবে। ইসলাম ও আধুনিক চিকিৎসা,৩২৪

৩, নাইট্রোগ্লিসারিন (nitro glycerine)ব্যবহার করলে কি রোজা ভেঙ্গে যাবে:

এরোসল জাতীয় ওষুধ, যা হার্টের জন্য দুই-তিন ফোটা জিহ্বার নিচে দিয়ে মুখ বন্ধ করে রাখা হয়। ওষুধটি শিরার মাধ্যমে রক্তের সঙ্গে মিশে যায় এবংওষুধের কিছু অংশ গলায় প্রবেশ করার প্রবল সম্ভবনা থাকে। অতএব, এতে রোজা ভেঙ্গে যাবে। তবে ওষুধটি ব্যবহারের পর না গিলে থুথু দিয়ে ফেলে দিলে রোজা ভঙ্গ হবে না। কারণ না গিলে শুধু শিরার মাধ্যমে কিছু ঢুকলে রোজা ভঙ্গ হয় না।জাদীদ ফিকহী মাসায়েল ১/১৮৯, ইসলাম ও আধুনিক চিকিৎসা ৩২৫

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ