আন্তর্জাতিক ডেস্ক: আর মাত্র ১৫ বছর। তার পরই তৈরি হবে অখণ্ড ভারত। আর যারা এর মাঝে আসবে তারা ধ্বংস হয়ে যাবে। হুঙ্কার ভারতের উগ্রবাদী ধর্মীয় সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সংঘচালক মোহন ভাগবতের।
বৃহস্পতিবার তার পাল্টা জবাব দিলেন হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল শিবসেনা’র নেতা সঞ্জয় রাউত। তিনি বললেন, ‘সবাই আপনাদের সাথে আছে। কিন্তু ১৫ বছর নয়, ১৫ দিনে অখণ্ড ভারত বানান।’
হরিদ্বারে সংঘচালক মোহন ভাগবতের হুঙ্কার- ‘কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে অখণ্ড ভারত তৈরি হবে। আর একটু চেষ্টা করলে স্বামী বিবেকানন্দ বা ঋষি অরবিন্দের স্বপ্নের অখণ্ড ভারত ১০-১৫ বছরের মধ্যে তৈরি হয়ে যাবে। এটা কেউ আটকাতে পারবে না। এই স্বপ্নপূরণের মাঝে আসবে যে, সে বা তারা ধ্বংস হয়ে যাবে।’
ভাগবত আরো বলেন, ‘হিন্দুই সনাতন ধর্ম। এই ধর্মকে আটকানোর চেষ্টা করা হয়েছে। ধ্বংস করারও চেষ্টা হয়েছে। কিন্তু চক্রান্তকারীরা সেটা করতে সক্ষম হয়নি। ভবিষ্যতেও পারবে না।’ একইসাথে তিনি অখণ্ড ভারত গড়ার বিষয়ে আত্মবিশ্বাসী।
ভাগবতের আরো দাবি, ‘ভারতের অগ্রগতি শুরু হয়ে গিয়েছে। সে বাঁশি বাজিয়ে বাকিদেরও ডাকছে। এখন আর ভারতকে আটকানো সম্ভব নয়। যারা এই কাজ করার চেষ্টা করবে, তারা ধ্বংস হয়ে যাবে। এদেশ উন্নতির চূড়ায় পৌঁছে যাবে।’
এই ইস্যুতে পাল্টা আক্রমণ করেছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। বলেন, ‘প্রথমে পাকিস্তান অধিকৃত কাশ্মির ভারতে অন্তর্ভুক্ত হবে। তারপর পাকিস্তান, শ্রীলঙ্কা এবং অন্যান্য দেশ নিয়ে তৈরি হবে অখণ্ড ভারত। কেউ আপনাদের আটকাচ্ছে না।’ এর পরই রাউতের খোঁচা, ‘কিন্তু কথা দিন ১৫ দিনের মধ্যে এই কাজ সেরে ফেলবেন। ১৫ বছর সময় লাগাবেন না।’
সূত্র : সংবাদ প্রতিদিন
এনটি