বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

শাহবাজের মন্ত্রিসভায় যোগ না দেওয়ার ঘোষণা ইমরানকে ছেড়ে আসা এমকিউএম-প’র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি) জানিয়েছে, তারা শাহবাজ শরিফের মন্ত্রিসভায় যোগ দিবে না। বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে পাকিস্তান টুডে।

পার্লামেন্টে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার দু’দিন পরেও প্রসাশন ঢেলে সাজাতে হিমশিম খাচ্ছেন শাহবাজ শরিফ।

এমন সময়ে পাকিস্তানের বর্তমান কোয়ালিশন সরকারের মিত্র দল এমকিউএম-পি জানিয়েছে যে তারা শরিফের এ মন্ত্রিসভায় যোগ দিবে না।

পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী করাচিতে সবচেয়ে প্রভাবশালী দল হলো কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি)।

৩৪২ আসনের পাকিস্তান পার্লামেন্টে তাদের আসন সংখ্যা হলো সাত। এর আগে এ দলটি ইমরান খানের মিত্র ছিল। এখন এমকিউএম-পি চাইছে যে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সাথে তাদের যে চুক্তি হয়েছিল তার পূর্ণ বাস্তবায়ন হোক। তারা করাচি শহরের ভালোর জন্য ওই চুক্তিপত্র অনুসারে সমঝোতা চান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার করাচি সফরের সময় যখন মকিউএম-পির প্রধান কার্যালয়ে যান, তখন তাকে জানানো হয় যে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সাথে হওয়া চুক্তিটি বাস্তবায়ন করা হোক।

এ বিষয়ে এমকিউএম-পির আহ্বায়ক খালিদ মকবুল সিদ্দিকি বলেন, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সাথে আমাদের যে চুক্তি হয়েছিল তা খুবই গুরুত্বপূর্ণ। ওই চুক্তিপত্রের শর্তগুলো পূরণ করতে হবে।

করাচি সফররত শাহবাজ শরিফ সাথে বর্তমান মন্ত্রিসভা গঠন নিয়ে আলোচনাও করেছেন খালিদ মকবুল সিদ্দিকি।

এদিকে শাহবাজ শরিফের সমালোচনা করেছেন এমকিউএম-পির নেতা ও করাচির সাবেক মেয়র ওয়াসিম আখতার। পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর শাহবাজ শরিফ তার প্রথম বক্তব্যে এমকিউএম-পির সাথে হওয়া চুক্তি নিয়ে কোনো মন্তব্য না করায় তিনি ক্ষুদ্ধ।

সূত্র : পাকিস্তান টুডে

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ