প্রশ্ন: আমি ২৮টি রোযা মানত করেছিলাম বিভিন্ন কারনে। আমি অনেক অসুস্থ। আমার পক্ষে এত রোজা রাখা সম্ভব নয় এবং কাফফারা আদায় করা সম্ভব নয়। এখন কোন ভাবে ঐ রোজা কমানো সম্ভব কি?
আল্লাহ তো ক্ষমাশীল আল্লাহ কি সবগুলো রোজা না রাখলে আমাকে ক্ষমা করবেন না ? কি করব আমি ?
উত্তর: যদি মান্নতের রোযা রাখতে সক্ষম না হোন, তাহলে প্রতিটি রোযার জন্য একটি সদকায়ে ফিতির পরিমাণ টাকা গরীবকে দান করে দিতে হবে।
যদিও এতেও সক্ষম না হোন, তাহলে আল্লাহর কাছে ক্ষমা ও ইস্তিগফার করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন।
عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ “ مَنْ نَذَرَ نَذْرًا وَلَمْ يُسَمِّهِ فَكَفَّارَتُهُ كَفَّارَةُ يَمِينٍ وَمَنْ نَذَرَ نَذْرًا لَمْ يُطِقْهُ فَكَفَّارَتُهُ كَفَّارَةُ يَمِينٍ وَمَنْ نَذَرَ نَذْرًا أَطَاقَهُ فَلْيَفِ بِهِ (سنن ابن ماجه، النسخة الهندية-154، رقم-2128، سنن ابى داود، النسخة الهندية-2/472، رقم-3322)
نذر بصوم الأبد فضعف… وإن لم يقدر استفغر الله (فتاوى بزازية، كتاب الصوم، الفصل الرابع فى النذر على هامش الهندية-4/103، الفتاوى الهندية-1/209، جديد-1/272، قاضيخان على هامش الهندية-1/219، الدر المختار مع رد المحتار-5/525)
উত্তর লিখনে: লুৎফুর রহমান ফরায়েজী; পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা। উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
-এএ