বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার দিনই আদালতে শাহবাজের বিরুদ্ধে দুর্নীতি মামলার শুনানি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিরুদ্ধে ২০২০ সালে দুর্নীতির মামলা হয়। সে বছরের ২৮ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করে জেল হাজতেও পাঠানো হয়। ইমরান খানের দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে শেহবাজ গ্রেফতার হয়েছিলেন।

এদিকে শুধু প্রধানমন্ত্রী শাহবাজ নয়, তার ছেলে হামজা শাহবাজের বিরুদ্ধেও অর্থপাচারের মতো বড় দুর্নীতির মামলা আছে।

ইমরান খানের নেতৃত্বাধীন সরকারের নির্দেশে ২০২০ সালে প্রায় ২৫ বিলিয়ন পাকিস্তানি রুপি বিদেশে পাচারের অভিযোগ করা হয় তাদের বিরুদ্ধে।

এই মামলা পরিচালনা করার জন্য একটি বিশেষ আদালত গঠন করা হয়।

আজ সোমবার এই মামলায় শাহবাজের হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি দেশটির জাতীয় পরিষদের অধিবেশনে যোগ দেবেন এ কারণ দেখিয়ে হাজিরা না দিতে আবেদন করেন। তার এ আবেদন গৃহীত হয়।

তবে বাবা শাহবাজ শরীফ যেদিন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন সেদিন তার ছেলে হামজা শরীফকে বিশেষ আদালতে হাজিরা দিতে হয়।

পাকিস্তানের বেশি কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, হামজা শরীফ সোমবার অর্থপাচার দুর্নীতি মামলায় হাজিরা দিয়েছেন। এদিকে শেহবাজ শরীফের বিরুদ্ধে দুর্নীতির বিষয়টি সোমবার উল্লেখ করেন ইমরান খান।

এদিন জাতীয় পরিষদে গিয়ে তিনি বলেন, যে ব্যক্তির বিরুদ্ধে ১৬ ও ৮ বিলিয়ন রুপির দুর্নীতির মামলা আছে তাকে প্রধানমন্ত্রী বানানোর প্রক্রিয়ায় অংশ নেবেন না তারা। এর বদলে সবাই পদত্যাগ করবেন।

সূত্র: ডন।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ