বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অনাস্থা ভোটে ইমরান খানের পতনের পর পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ শরীফ।

আজ সোমবার (১১ এপ্রিল) পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলি তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে।

এদিকে পাকিস্তানের জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইমরান খান। সেই সঙ্গে কোনো অবস্থাতেই চলমান অ্যাসেম্বলিতে বসবেন না বলেও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ক্ষমতা হারানোর পর প্রথমবারের মতো সোমবার (১১ এপ্রিল) পার্লামেন্টে হাজির হন সদ্য সাবেক এই প্রধানমন্ত্রী। সেই সঙ্গে পিটিআই সংসদীয় দলের বৈঠকে অনুষ্ঠিতব্য নির্বাচন বর্জনের ঘোষণাও দিয়েছেন তিনি।

তবে সদস্যরা বলেন, তাদের সঙ্গে হাউসে লড়াই করা উচিত, মাঠ খালি রাখা চলবে না।

এর আগে পিটিআই সংসদীয় দলের বৈঠকে পদত্যাগের কথা জানালে সদস্যরা ইমরান খানকে আশ্বস্ত করে বলেন, আমাদের আসন আপনাদের ভরসা, আপনারা যখন খুশি পদত্যাগ করুন। এ সময় পিটিআই সিনেটর ফয়সাল জাভেদও ভরসা দিয়ে বলেন, পুরো দল ঐক্যবদ্ধ।

এদিকে, ইমরান খানের নির্দেশে জাতীয় পরিষদের পিটিআই সদস্যরা পদত্যাগ শুরু করেছেন। এরই মধ্যে ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে পদত্যাগ করেছেন আলী জাইদি। টুইটারে পদত্যাগের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, আমি আমার পদত্যাগপত্র পিটিআই চেয়ারম্যানের কাছে জমা দিয়েছি।

সেই সঙ্গে তিনি আরও লিখেছেন, ‘পাকিস্তানের সার্বভৌমত্বের সিদ্ধান্ত এখন রাজপথের জনগণই নেবে, লুটেরা নয়।’

উল্লেখ্য, বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত সরকারের পতন ও ‘আমদানি করা’ সরকার ক্ষমতায় আসীন হওয়ার প্রতিবাদে আগামী বুধবার (১৩ এপ্রিল) থেকে পুরো পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন ইমরান খান।

সোমবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) জ্যেষ্ঠ নেতা ও ইমরান সরকারের সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরি এই তথ্য নিশ্চিত করেছেন।

তবে ইতোমধ্যেই গোটা পাকিস্তানজুড়ে ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিক-ই-ইনসাফ পার্টির আয়োজনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (১০ এপ্রিল) রাতে ইমরান খানের প্রতি সংহতি জানিয়ে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সূত্র: ডেইলি জং

অন্য দিকে ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে গতকাল রবিবার রাতে পাকিস্তানের বিভিন্নস্থানে পিটিআই এর নেতা-কর্মী ও সমর্থকরা মিছিল-সমাবেশ করেছে।

বিশাল সংখ্যক পিটিআই সদস্যদের মধ্যে পুরুষ, নারী এবং শিশু ছিল। পাকিস্তানের বিভিন্ন শহরে তারা পিটিআই-এর দলীয় পতাকা হাতে মিছিল করেছে।

এসময় মিছিলকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ইমরান খানকে ফেরত চায়। দেশব্যাপী ইমরানের সমর্থনে বিক্ষোভ হলেও ইসলামাবাদ ও করাচিতে বেশি সমর্থক দেখা গেছে। ইসলামাবের বিভিন্ন স্থানে বড় আকারে বিক্ষোভে অংশ নিয়েছে পিটিআই সমর্থকরা।
এছাড়া পেশোয়ার, মালাকান্দ, মুলতান, খানেওয়াল, খায়বার, ঝাং, কুয়েতা, ওকারা, লাহোর, অ্যাবোটাবাদ, বাজাউর, শাংলা, কহিস্তান, মানসেহরা, গুজরানওয়ালা এবং মান্দি বাহাউদ্দিনেও বড় ধরনের সমাবেশ হয়েছে।

এদিকে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের আগে জাতীয় পরিষদের সদস্য পদ থেকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

ইমরান খানকে উদ্ধৃত করে গোপন একটি সূত্রের বরাত দিয়ে জিও টিভি বলেছে, 'আমরা কোনো অবস্থাতেই এই সংসদে বসব না। ' পিটিআই-এর সংসদীয় দলের বৈঠকে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ইমরান খান বলেছেন, পিটিআই সেইসব লোকদের সাথে সংসদে বসবে না, যারা পাকিস্তানকেই ডাকাতি করেছে এবং যারা 'বিদেশি শক্তির দ্বারা আমদানি হয়েছে'।

তিনি আরো বলেছেন, যেসব প্রতিষ্ঠান নতুন সরকার দিয়ে দেশ চালাতে চায়, তাদের চাপে রাখতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি ... আমরা তাদের ক্ষমতা ধরে রাখতে দেব না।

ইমরান খান আরো বলেছেন যে, রবিবার রাতে সারাদেশ পিটিআই-এর শক্তি দেখেছে। তবে অন্য একটি সূত্রের বরাত দিয়ে জিও টিভি বলেছে, পিটিআই-এর বেশিরভাগ সদস্য পদত্যাগের ব্যাপারে ইমরান খানের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।

এমনকি আজকের প্রধানমন্ত্রী নির্বাচনে প্রার্থী দিয়েও নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পিটিআই-এর তরফ থেকে।
সূত্র: জিও টিভি।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ