আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের উদ্বাস্তুদের পুনর্বাসন ও দেশটিকে পুনর্গঠনে তহবিল সংগ্রহ করেছে আন্তর্জাতিক বেশ কয়েকটি সংগঠন। এরই মধ্যে সংগ্রহ করা হয়েছে এক হাজার কোটি ইউরো।
শনিবার (৯ এপ্রিল) পোল্যান্ডে এ তহবিল সংগ্রহের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
এ বিষয়ে বিস্তারিত জানাতে স্থানীয় সময় শনিবার (৯ এপ্রিল) পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে ‘স্ট্যান্ড আপ ফর ইউক্রেন’ ক্যাম্পেইনের একটি কনফারেন্সে যোগ দেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট।
এ সময় তিনি গণমাধ্যমকে জানান, সারা বিশ্ব থেকে ইউক্রেনের জন্য সংগৃহীত তহবিলে এরই মধ্যে ৯০০ কোটি ইউরো জমা পড়েছে। এর পাশাপাশি ইউরোপীয় কমিশন দেবে আরও ১০০ কোটি ইউরো। মোট এক হাজার কোটি ইউরো শিগগিরই ইউক্রেনের কাছে হস্তান্তর করা হবে।
কনফারেন্সে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট আরও জানান, ইউক্রেনে রুশ সামরিক অভিযানের কারণে এখন পর্যন্ত ৪০ লাখের বেশি মানুষ দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। এ ছাড়া ৭০ লাখের বেশি মানুষ গৃহহীন অবস্থায় নিজ দেশেই মানবেতর জীবনযাপন করছেন।
-এএ