আওয়ার ইসলাম ডেস্ক: সম্প্রতি এমনই এক মন্তব্য করেছেন শ্রীলঙ্কা মেডিকেল অ্যাসোসিয়েশন (এসএলএমএ) এর চিকিৎসকেরা।
তাদের ধারণা, যেভাবে শ্রীলঙ্কায় জীবন রক্ষাকারী ওষুধের অভাব চলছে তাতে আগামীদিনে করোনা মহামারীর থেকেও বেশি লোকের মৃত্যু হতে পারে শুধুমাত্র চিকিৎসার অভাবে।
দেশটির চিকিৎসকেরা জানান, অ্যানাস্থেটিক্সের ঘাটতির কারণে এরই মধ্যে বেশ কয়েকটি হাসপাতাল তাদের রুটিন সার্জারি বন্ধ করে দিয়েছে। এসএলএমএ দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষকে সতর্ক করে দেয়া এক চিঠিতে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে সকলকে চিকিৎসা সেবা দেয়া সম্ভব নয়।
এখন কারা চিকিৎসা সেবা পাবে এবং কারা পাবে না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। সেই সঙ্গে তারা আরো জানান, মেডিকেল সরঞ্জাম সরবরাহ পুনরুদ্ধার করা না হলে হতাহতের সংখ্যা মহামারীর চেয়ে অনেক বেশি খারাপ হবে।
অর্থনীতিবিদদের ভাষ্যমতে, শ্রীলঙ্কায় দীর্ঘদিন ধরে চলমনা সরকারের অব্যবস্থাপনা, বছরের পর বছর জমা করা ঋণ এবং ট্যাক্স কাটছাঁটের কারণে আজ এই অবস্থা।
পরিস্থিতি অনিয়ন্ত্রিত থাকায় রাজাপক্ষে পরিবারের বিপক্ষে পদত্যাগের জন্য আন্দোলন চলমান রেখেছে দেশটির সাধারণ জনগণ। এরই মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ৩ বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা চেয়েছে দ্বীপ রাষ্ট্রটি। কিন্তু এই ঋণ সহায়তা গ্রহণ করেও দেশটি ঘুরে দাঁড়াতে পারবে কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে বিশেষজ্ঞদের মনে।
-এটি