আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কে ইসলামি সভ্যতার নতুন একটি জাদুঘর দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে। দেশটির বৃহত্তম ক্যামলিকা মসজিদে গতকাল শুক্রবার জাদুঘরটির উদ্বোধন করেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। তিনি সেখানে জুমার নামাজ আদায়ের পর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। খবর মিডলইস্টমনিটর।
ইসলামি সভ্যতার নতুন জাদুঘরের উদ্বোধন উপলক্ষে এরদোয়ান টুইট বার্তায় বলেন, ইসলামি সভ্যতার নতুন যে জাদুঘর আজ আমরা আমাদের গ্রেট ক্যামলিকা মসজিদ কমপ্লেক্সে খুলেছি, আশা করছি তা আমাদের শহর, দেশ ও সংস্কৃতির জন্য উপকারী হবে। আশাকরি এ জাদুঘর আমাদের প্রাচীন সভ্যতার সবচেয়ে মূল্যবান নিদর্শনগুলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে বহন করবে।
১০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে থাকা ইসলামি সভ্যতার জাদুঘরটিতে আছে ১৫টি বিভাগ। এগুলোর মধ্যে- ডেস্টিমাল ট্রাডিশন, ইসলামের বিজয়, তুর্কি টাইল আর্ট, ইসলামিক মুদ্রা উল্লেখযোগ্য। এখানে প্রদর্শিত জিনিসগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে নবী মুহাম্মদের সা. পায়ের ছাপ।
এখানে এমন ৮০০টি বিষয় প্রদর্শন করা হচ্ছে, যেগুলো সপ্তম থেকে উনবিংশ শতাব্দী পর্যন্ত ইসলামি শিল্পের বিকাশের পর্যায়কে প্রতিনিধিত্ব করে। এমনকি এতে এক হাজার ২০০ বছর আগের বেশকিছু ইসলামিক নিদর্শনও আছে, যা আগে কখনো প্রদর্শিত হয়নি। এর মধ্যে হজরত মুহাম্মদ সা.-এর সাথে সম্পৃক্ত কয়েকটি বিষয়ও থাকবে।
দর্শনার্থীরা এই জাদুঘরে এসে নবী মুহাম্মদের সা. পদচিহ্ন, কাবার দরজার পর্দা, তাবিজ শার্ট, সুলতানের কাফতান, ফাতেহ সুলতান মুহাম্মদের শৈশবের নোটবুক, উসমানীয় আমলের মুদ্রা, সুলতানের তলোয়ারসহ শত শত নতুন জিনিস দেখার সুযোগ পাবেন।
জাদুঘরটি কেবল একটি প্রদর্শনী কেন্দ্র হিসেবেই ব্যবহার হবে না বরং এটি হবে শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক একটি গুরুত্বপূর্ণ সেবাকেন্দ্র। এতে থাকছে লাইব্রেরি, আর্ট গ্যালারি এবং কনফারেন্স হল। এগুলো ব্যবহার করে দর্শনার্থীরা সমৃদ্ধ হতে পারবেন।
-এটি