বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

ইউক্রেনের স্থানচ্যুত মানুষের আরো ত্রাণ প্রয়োজন: জাতিসঙ্ঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে যে রাশিয়ার সামরিক বাহিনীর আরো নিষ্ঠুরতা ও তীব্রতর লড়াইয়ের মুখে নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হওয়া লাখ লাখ ইউক্রেনীয়র জন্য সংস্থাটি তাদের মানবিক সহায়তা কার্যক্রমটি আরো জোরদার করছে।

ইউক্রেনে ফেব্রুয়ারির ২৪ তারিখে আরম্ভ হওয়া রাশিয়ার আক্রমণটি, বিশ্বের দ্রুততম গতিতে ক্রমবর্ধমান মানবিক সঙ্কট ও বাস্তুচ্যুত হওয়ার ঘটনাটির সূচনা করে।

ইউএনএইচসিআর বলছে, ইউক্রেনের শহরগুলোতে বোমবর্ষণ এবং সেখানকার বেসামরিক মানুষজন ও অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করার ফলে, ইউক্রেনের ৪২ লাখেরও বেশি মানুষ শরণার্থী হিসেবে দেশটি থেকে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে যায়। এছাড়াও দেশটির অভ্যন্তরে আরো ৭১ লাখ মানুষ স্থানচ্যুত হয়েছেন।

ইউএনএইচসিআর জানিয়েছে যে স্থানচ্যুত মানুষের ক্রমবর্ধমান চাহিদার সাথে তাল মেলাতে ইউক্রেনের ভেতরে এবং বাইরে, উভয় জায়গাতেই তারা তাদের ত্রাণ সরবরাহ বৃদ্ধি করেছে।

সংস্থাটির মুখপাত্র ম্যাথিউ সল্টমার্শ বলেন, অভ্যন্তরীণভাবে স্থানচ্যুত মানুষদের আরো বেশি সংখ্যায় গ্রহণ করার জন্য অভ্যর্থনা ও সংগ্রহ কেন্দ্রগুলো আরো সম্প্রসারিত করা হচ্ছে।

তবে, জীবনরক্ষাকারী ত্রাণ বিতরণ বৃদ্ধি করা হলেও, তিনি উল্লেখ করেন, যেসব এলাকায় লড়াই চলছে সেসব এলাকায় ত্রাণ সরবরাহ এখনো একটি চ্যালেঞ্জ হিসেবেই রয়ে গেছে।

সল্টমার্শ জানান, ইউক্রেনের নতুন আরো ভয়ানক বাস্তবতাটি, শরণার্থীদের চাহিদার প্রতি সংস্থাটির প্রাথমিক প্রতিক্রিয়াটিকে ছাপিয়ে গেছে।

তিনি জানান, সঙ্কটটির মোকাবেলায় সংস্থাটির ১ মার্চ করা ৫৫ কোটি ৬ লাখ ডলারের আবেদনটিকে এখন অপর্যাপ্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, এই মাসের শেষ দিকে নতুন ও আরো পূর্ণাঙ্গ একটি পরিকল্পনা প্রকাশ করা হবে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ