বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

ইয়েমেনি যুদ্ধবিরতিতে জাতিসংঘের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। সৌদি আরব বলেছে, তারা ইয়েমেনে যুদ্ধবিরতিতে জাতিসংঘের প্রচেষ্টাকে স্বাগত জানায়।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বৈঠকে আলোচনা হয়েছে সামরিক কর্মকাণ্ড বন্ধ করা যুদ্ধ-বিধ্বস্ত দেশে একটি রাজনৈতিক সমাধানে অবদান রাখবে সৌদি আরব।

সাত বছরের যুদ্ধের সমাধান খুঁজতে উপসাগরীয় সহযোগিতা পরিষদের উদ্যোগে জাতীয় সংলাপের জন্য ইয়েমেনিদের আমন্ত্রণ জানানো হয়েছে। ইরান সমর্থিত হুথি রিয়াদে আলোচনায় যোগ দিতে অস্বীকার করেছে।

ইয়েমেনে বৈধতা পুনরুদ্ধার করার জন্য জোট গত বুধবার ঘোষণা করেছে, তারা ইয়েমেনে সমস্ত সামরিক অভিযান বন্ধ করবে। হুথিরা ২৬ মার্চ একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করে।

দুই মাসের এ যুদ্ধবিরতিকে আন্তর্জাতিক সম্প্রদায় স্বাগত জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাত ইয়েমেন অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার সম্ভাবনা বাড়ানোর জন্য জাতিসংঘের সমস্ত প্রচেষ্টাকে সমর্থন করে। বাহরাইন জোটের নেতৃত্বের প্রচেষ্টার প্রশংসা করে। তারা মনে করে ইয়েমেনে যুদ্ধ বন্ধ করার সুযোগ হিসাবে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে এটি।

যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে জাপান বলেছে, ইয়েমেনি সংঘাতের কোনো সামরিক সমাধান নেই, বরং ইয়েমেনি জনগণের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমাধান।

কৌশলগত শহর মারিবের বাইরে ভারী সরঞ্জাম ও সামরিক বাহিনী মোতায়েন করে যুদ্ধবিরতি কাজে লাগানোর জন্য হুথিদের সমালোচনা করা হয়েছে কারণ তারা শহরটি দখলের জন্য আরেকটি আক্রমণ শুরু করার প্রস্তুতি নিচ্ছে।

সৌদি রাজধানীতে শান্তি আলোচনা অব্যাহত থাকায় সপ্তাহান্তে ইয়েমেনি রিয়ালের দাম প্রায় ১৩ শতাংশ বেড়েছে। ব্যবসায়ীরা আরব নিউজকে বলেছেন, সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে ১২৬০ থেকে ১-৭০ পর্যন্ত মাসে প্রথমবারের মতো রিয়ালের দাম বেড়েছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ