আওয়ার ইসলাম ডেস্ক: পরপর দুদিনে শ্রীলঙ্কার অর্থমন্ত্রীর পদ ছেড়েছেন ক্ষমতাসীন দলের দুই রাজনীতিক। পদত্যাগ করেছেন অর্থ মন্ত্রণালয়ের সচিবও। তীব্র অর্থনৈতিক সংকটে নিমজ্জিত দেশটির অর্থ মন্ত্রণালয় এ মূহুর্তে চলছে কাণ্ডারি ছাড়াই।
শ্রীলঙ্কার ডেইলি মিরর জানিয়েছে, মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত হওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে অর্থমন্ত্রী মোহাম্মদ আলি সাবরি পদত্যাগ করেছেন। গতকাল সোমবার তাকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। আজ মঙ্গলবার সকালে তিনি পদত্যাগ করেন।
গতকাল সোমবার সকালে অর্থমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবি রাজাপাকসার ছোট ভাই বাসিল রাজাপাকসা। একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের জন্য সমালোচিত বাসিলকে অর্থমন্ত্রীর পদ থেকে সরাতে দীর্ঘদিন ধরে চাপ দিচ্ছিলেন ক্ষমতাসীন শ্রীলঙ্কা পিপলস পার্টি (এসএলপিপি) ও বিরোধীদলের একদল এমপি।
শেষপর্যন্ত গতকাল সোমবার নিজের বিদেশি-পাসপোর্টধারী ভাইকে পদত্যাগ করার নির্দেশ দেন গোতাবি রাজাপাকসা। তার স্থলে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় মোহাম্মদ আলি সাবরিকে, যিনি এর আগে বিচারমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রেসিডেন্ট গোতাবি রাজাপাকসার কাছে জমা দেওয়া পদত্যাগপত্রে মোহাম্মদ সাবরি লিখেছেন, তিনি কেবল অন্তর্ববর্তীকালীন সময়ের জন্য দায়িত্ব গ্রহণ করেছিলেন। এখন প্রেসিডেন্ট যদি বর্তমান পার্লামেন্টের বাইরে থাকা কাউকে পরিস্থিতি সামলানোর জন্য অধিকতর যোগ্য মনে করেন, তাহলে তিনি এমপির পদ ছাড়তেও প্রস্তুত আছেন।
এদিকে শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের সচিব এস. আর. আতিগাল্লি আজ মঙ্গলবার দুপুরে প্রেসিডেন্ট কার্যালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়টির মন্ত্রীর পদ শূণ্য থাকা অবস্থায় তিনি পদত্যাগ করলেন বলে ডেইরি মিরর জানায়।
-এটি