আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ নূরানী কোরআন শিক্ষা ফাউন্ডেশন ঢাকা কর্তৃক পরিচালিত নুরানী মুআল্লিমা (শিক্ষিকা) প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।
কিশোরগঞ্জের সতালে মারকাযুল জান্নাত কওমী মহিলা মাদরাসায় কোর্সটি অনুষ্ঠিত হবে।
প্রশিক্ষণ চলবে ১ লা রমযান হতে ২৫ রমযান পর্যন্ত।
কোর্স সম্পর্কে মারকাযুল জান্নাত কওমী মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা আবু তাহের আওয়ার ইসলামকে বলেছেন, গত ৪ বছর ধরে কোর্সটি অনুষ্ঠিত হচ্ছে। তবে করোনার কারণে মাঝখানে ২ বছর বন্ধ ছিল। এবার আবারো শুরু হয়েছে কোর্স। এতে প্রশিক্ষণ দেবেন ঢাকা থেকে আগত কারী আতিকুর রহমান।
তিনি বলেন, কোর্সের মান অনেক ভালো। কোর্স শেষে পরীক্ষা নেওয়া হয়। এবং উর্ত্তীণদের কর্মক্ষেত্রের ব্যবস্থা করে দেওয়া হয়।
নুরানী মুআল্লিমা (শিক্ষিকা) প্রশিক্ষণ কোর্স ছাড়াও কোরআন শিক্ষা কোর্স ও নাহ, সরফ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।
কোর্সের ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ১৩০০। খানা বাবদ ২০০০ টাকা।
ভর্তি তথ্যের জন্য যোগাযােগ:
মাও. আবু তাহের: 0 1918394163
মাও. নাসির উদ্দীন: 01925732555
এনটি