আওয়ার ইসলাম ডেস্ক: আলোচিত ইসলামিক স্কলার, গবেষক ও লেখক ডা. জাকির নায়েকের ইসলামিক গবেষণা ফাউন্ডেশনকে (আইআরএফ) নিষিদ্ধ করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এনডিটিভি’র এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিভিন্ন অভিযোগে পাঁচ বছরের জন্য প্রতিষ্ঠানটির ওপর এ নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে।
এক প্রজ্ঞাপনে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, আইআরএফ মুসলিম তরুণদের চরমপন্থায় আসতে উসকানি দিচ্ছে। জাকির নায়েকের বক্তৃতা আপত্তিকর কারণ তাতে বলা হচ্ছে, প্রত্যেক মুসলিমের জঙ্গি হওয়া উচিত।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জাকির নায়েক কম বয়সীদের জোর করে ধর্মান্তরিত করার জন্য উসকানি দিচ্ছেন। আত্মঘাতী বিস্ফোরণকে সমর্থন করা, হিন্দু, দেবদেবী ও অন্যান্য ধর্মের প্রতি অসম্মানজনক মন্তব্য করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
-কেএল