আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী শুক্রবার বলেছেন, প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার ষড়যন্ত্রের কথা নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে।
তিনি বলেন, এ রিপোর্টের পর, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। খবর ডন।
এর আগে চলতি সপ্তাহের শুরুরতে পিটিআই নেতা ফয়সাল ভাওদা দাবি করেন, ইমরান খানকে 'দেশ বিক্রি করতে' অস্বীকার করায় তাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে।
সংসদে অনাস্থা ভোটে ইমরান খানের প্রধানমন্ত্রিত্ব হারানোর ঝুঁকি ও পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাওয়ার মাঝেই তিনি এ দাবি করলেন।
ইমরান খানকে গত ২৭ মার্চের জনসভায় ভাষণের সময় বুলেটপ্রুফ গ্লাস ব্যবহারের আহ্বানও জানান উল্লেখ করে এক সাক্ষাৎকারে ফয়সাল ভাওদা দাবি করেন, ইমরান খান তাদের উদ্বেগকে পাত্তা দিচ্ছেন না। বরং বলেছেন, মরার সময় হলে তিনি মারা যাবেন।
ভাওদা আরও বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান একজন সাহসী মানুষ। পাকিস্তানের ব্যাপারে কোনো আপস তিনি করবেন না। পাকিস্তানকে কারও সামনে মাথানত করতে দেবেন না।
এনটি