বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

‘তা*লে*বানের উচিত প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক শ'ক্তিশালী করা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকার দেশটির জনগণের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রয়োজনগুলোর প্রতি আরো বেশি মনযোগী হবে বলে আশা প্রকাশ করেছে ইরান ও পাকিস্তান। চীনের তুনশি শহরে এক সাক্ষাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ও তার পাকিস্তানি সমকক্ষ শাহ মেহমুদ কোরেশী এ আশা প্রকাশ করেছেন।

আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দু’দিনব্যাপী তৃতীয় সম্মেলনে অংশগ্রহণের জন্য দুই পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে তুনশিতে অবস্থান করছেন।তালেবান সরকারের পক্ষ থেকে কিছু সিদ্ধান্ত বাস্তবায়নে ধীরগতির কারণে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার কারণে উদ্বেগ প্রকাশ করেন আব্দুল্লাহিয়ান ও কোরেশী। তারা বলেন, প্রতিবেশীদের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক শক্তিশালী হলে দেশটির জনগণ উপকৃত হতো।

আফগান মেয়েদের শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত রাখার ঘটনায় হতাশা প্রকাশ করেন ইরান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা। তারা বলেন, এ ধরনের পদক্ষেপের ফলে জনগণের সঙ্গে তালেবান সরকারের দূরত্ব সৃষ্টি হবে এবং আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়াও তালেবান সরকারের জন্য কঠিন হবে।

সাক্ষাতে ইরান ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করারও আগ্রহ প্রকাশ করেন কোরেশি ও আব্দুল্লাহিয়ান। তারা বলেন, চলতি বছরে দু’দেশের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে বৈঠকের আয়োজন করতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে দ্বিপক্ষীয় যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকের ব্যবস্থা করতে হবে। সূত্র: পার্সটুডে

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ