আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট স্থগিত হয়ে গেছে। বৃহস্পতিবার পাকিস্তান পার্লামেন্টের অধিবেশন চালু হওয়ার পর তা রোববার সকাল ১১:৩০ পর্যন্ত স্থগিত করা হয়।
পাকিস্তানের পার্লামেন্ট বিষয়ক সচিব বুধবার রাতে এ অনাস্থা ভোট স্থগিত করার বিষয়ে রায় দেন। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের বিষয়েও আলোচনা করা হয়।
আজ বৃহস্পতিবার ডেপুটি স্পিকার কাসিম সুরির সভাপতিত্বে পাকিস্তানের পার্লামেন্টে অধিবেশন চালু হয়। এ সময় পাকিস্তানের বিরোধী দলগুলোর ১৭২ জন সদস্য উপস্থিত ছিলেন।
পাকিস্তানের পার্লামেন্টে অধিবেশন শুরু হওয়ার পর প্রশ্নোত্তর পর্ব আরম্ভ করা হয়। এ সময় সকল বিরোধী দলগুলো ডেপুটি স্পিকারকে অনাস্থা ভোট চালু করতে বলেন।
এরপর বিরোধী দলের সদস্যরা নিরব হয়ে যাওয়ার পর পার্লামেন্টের অধিবেশন স্থগিত করার বিষয়ে ঘোষণা দেয়া হয়। এ বিষয়ে পাকিস্তান পার্লামেন্টের ডেপুটি স্পিকার কাসিম সুরি বলেন, বিরোধী দলের সদস্যরা পার্লামেন্টের অধিবেশন চালু থাকার বিষয়ে সিরিয়াস ছিলেন না। এ কারণে পার্লামেন্টের অধিবেশন স্থগিত করা হয়েছে। সূত্র: জিও নিউজ
-এটি