বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

সৌদি আরবের সত্যিকারের চিত্র বিশ্বের সামনে তুলে ধরতে চাই: বিন সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান বলেছেন, আমি সৌদি আরবের সত্যিকারের চিত্র বিশ্বের সামনে তুলে ধরতে চাই।

সৌদি নিউজ এজেন্সি এসপিএ এর বরাতে জানা যায়, সৌদি আরবের একটি সাংস্কৃতিক প্রকল্প সালামের নির্বাহী পরিচালক ড. ফাহদ আল-সুলতান জানান, ২০১৫ সালে প্রতিষ্ঠিত এই প্রকল্পটির লক্ষ্য সৌদি আরবের প্রকৃতিক ও সৌন্দর্যময় চিত্রের বাস্তবতা অধ্যয়ন, অন্বেষণ করা। আমরা বিশ্বের কাছে সৌদির সৌন্দর্য তুলে ধরতে চাই।

এই বিষয়ের সাথে সব উন্নয়নমূলক কাজ সৌদির ভিশন ২০৩০ এর লক্ষ্যমাত্রাকে সামনে রেখে করা হচ্ছে। বাদশাহ সালমান আশ্বস্ত করেছেন, সালাম প্রকৃতপক্ষের আওতায় সৌদি ও অন্যান্য দেশের সদস্যদের মধ্যে সংলাপ, মুক্ত যোগাযোগ আর ইতিবাচক বোঝাপড়ার জন্য একটি উদ্দেশ্যপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করবে।

একান্ত সাক্ষাতকারে, ড. ফাহদ আল-সুলতান স্পষ্ট করেছেন, সালাম প্রকল্প সৌদি আরবের প্রকৃত চিত্র বিশ্বের কাছে তুলে ধরতে ভূমিকা পালন করবে। এই প্রকল্পের আওতায় গবেষকদের লেখা ৮৫টি চিঠিও দেওয়া হবে। প্রকল্পটি বৈজ্ঞানিক ও বাস্তব উদ্যোগের মাধ্যমে সাংস্কৃতিক বন্ধন জোরদার করতে কাজ করছে। সুলতানের মতে, সালাম প্রকল্পের অধীনে সৌদি আরবের তরুণ নেতৃত্বের জন্য প্রশিক্ষণ কর্মসূচি তৈরি করা হয়েছে।

তাদের লক্ষ্য তরুণ সৌদি পুরুষ ও নারীদের আন্তর্জাতিক ফোরামে রাজ্যের প্রতিনিধিত্ব করার জন্য প্রস্তুত করা। সুলতান যোগ করেছেন, সালাম প্রকল্পে তাওয়াসিল নামে একটি প্রোগ্রাম রয়েছে।

এতে বিশ্বের বিভিন্ন প্রান্তের যুবক সৌদি পুরুষ ও নারীদের মধ্যে বৈঠক অন্তর্ভুক্ত রয়েছে। এভাবে সৌদি আরবের সাংস্কৃতিক ভাবমূর্তি সামনে আনা হবে। এ পর্যন্ত এ কর্মসূচির আওতায় ৪০টির বেশি সভা অনুষ্ঠিত হয়েছে। সূত্র: আসরে হাজির

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ