আদিয়াত হাসান: বাংলাদেশে এলেন বিশ্ব বিখ্যাত কারী শায়খ আব্দুল বাসেতের ছেলে কারী ইয়াসির আবদুল বাসেত। মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশের ১১তম প্রতিযোগিতার ফাইনালে প্রধান বিচারক হিসেবে অংশ নিতে বাংলাদেশে এসেছেন তিনি।
প্রতিযোগিতার ফাইনালে প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এই সফরে তিনি মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশের আরো দুইটি ইভেন্টে অংশগ্রহণ করবেন।
মারকাজুত তাহফিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ নেসার উদ্দীন আন-নাসিরি জানান, মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশের দাওয়াতে শায়খ কারী ইয়াসির আব্দুল বাসেত বাংলাদেশ সফরে এসেছেন সেজন্য তার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি আমাদের বেশকিছু আয়োজনে যোগ দান করবেন।
তিনি জানান, সফরকালে কারী ইয়াসির আব্দুল বাসেত মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক পরিচালিত কুরআনিক বিশ্ববিদ্যালয় উদ্বোধন করবেন, মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশের ৪৭তম হিফজ শিক্ষক প্রশিক্ষণ কোর্সে ক্লাস করাবেন এবং মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশের ১১তম প্রতিযোগিতার ফাইনালে প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন।
-কেএল