জুলফিকার জাহিদ।।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের উপর আনা বিরোধী দলগুলোর অস্থানা প্রস্তাব নিয়ে জাতীয় পরিষদের অধিবেশন শুরু হবে অল্প কিছুক্ষণ পরেই।
এর আগে বিরোধী দলের নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসিফ জারদারি, বিলাওয়াল ভুট্টো এবং অন্যান্য বিরোধী নেতারা অংশ নেন।
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের বিভিন্ন বিকল্প দিক নিয়ে বিবেচনা করা হয় এবং সরকারকে পরাজিত করার বিকল্প নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে।
উল্লেখ্য, জাতীয় পরিষদের গোলযোগপূর্ণ অধিবেশন দুদিন বিরতির পর আজ বিকাল ৪টায় ( স্থানীয় সময়) সংসদ ভবনে আবার শুরু হবে, যেখানে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
বৈঠকে সভাপতিত্ব করবেন জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার।
বিধানসভার সদস্যরা জনস্বার্থের বিষয়ে নোটিশও উপস্থাপন করবেন এবং সংশ্লিষ্ট মন্ত্রীরা তাদের অবস্থান উপস্থাপন করবেন।
সূত্র: জিও নিউজ, ডেইলি জং।
এনটি