আবদুল্লাহ তামিম সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পবিত্র রমজান মাস থেকে ওমরাহকারীদের জন্য একটি নিয়ম চালু করেছে। অনলাইনে ভিসা না নিলে যেতে পারবে না ওমরায়।
আজ সোমবার এসপিএর বরাতে আসরে হাজির এ কথা জানিয়েছে।
জারি করা নির্দেশিকায় বলা হয়, সৌদি আরবের হারামাইন শরিফাইনের সাধারণ লক্ষ্য অর্জনের জন্য ১৪৪৩ হিজরির রমজান সংক্রান্ত বিবিধ কানুনে গুরুত্বারোপ করা হয়েছে। সৌদি আরবের হজ মন্ত্রণালয় ওমরা যাত্রীদের জন্য অবশ্যই অনলাইনে ভিসা নিতে হবে।
প্রতিবেদনন অনুযায়ী, মেডিকেল রিপোর্ট অনলাইনে জমা দিয়ে ওমরার ভিসা নিতে হবে। সৌদি কর্মকর্তারা পিসিআর পরীক্ষার রিপোর্ট এবং হোটেল কোয়ারেন্টাইনের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, সেইসাথে ওমরা ও হজ যাত্রার সময় সামাজিক দূরত্বের উপরও নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।
মসজিদুল হারাম ও মসজিদে নববিতে নামাজের অনুমতি নেওয়ার আর প্রয়োজন নেই। দর্শনার্থীরা এখন স্বাচ্ছন্দ্যে এবং সম্পূর্ণ স্বাধীনতার সাথে তাদের ইবাদত করতে পারবেন। সূত্র: আসরে হাজির