আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও চিকিৎসকদের ওপর ৭০টির বেশি পৃথক হামলা হয়েছে বলে দাবি করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। প্রতিদিন এ হামলা ক্রমেই বাড়ছে বলেও জানিয়েছে আন্তর্জাতিক এ সংস্থা। খবর বিবিসি’র।
ডব্লিউএইচও বলছে, স্বাস্থ্য-সংক্রান্ত পরিষেবাগুলোকে নিশানা করা বর্তমানে রুশ রণকৌশলের অংশ হয়ে উঠেছে।
ডব্লিউএইচও’র পর্যালোচনা অনুযায়ী, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে ৭২টি পৃথক হামলা চালানো হয়। এসব হামলায় কমপক্ষে ৭১ জন নিহত এবং ৩৭ জন আহত হয়।
এ ছাড়া স্বাস্থ্যসেবাকর্মী ও রোগীদের ‘সম্ভাব্য’ অপহরণ বা আটকের বিষয়টিও উল্লেখ করেছে ডব্লিউএইচও।
ডব্লিউএইচও’র ইউক্রেনের প্রতিনিধি জার্নো হ্যাবিচট বলেন, ‘(হামলার) এ সংখ্যা প্রতিদিন যেভাবে বাড়ছে, তাতে আমরা উদ্বিগ্ন। স্বাস্থ্যকেন্দ্রগুলো চিকিৎসক ও সেবিকাদের জন্য নিরাপদ স্থান হওয়া উচিত।’
-এএ