আওয়ার ইসলাম ডেস্ক: রাশিয়ার ওপর নির্ভরতা কমাতে যুক্তরাষ্ট্রের সাথে গ্যাস চুক্তি স্বাক্ষর করেছে ইউরোপীয় ইউনিয়ন। এতে করে ইউরোপে আরো বেশি পরিমাণে তরল গ্যাস রপ্তানি করতে পারবে মার্কিন প্রতিষ্ঠানগুলো।
রাশিয়া বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের গ্যাস চাহিদার প্রায় ৪০ শতাংশ সরবরাহ করে। তবে ইইউ জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিক্রিয়ায় সংস্থাটি রাশিয়ার গ্যাস ব্যবহার করা কমিয়ে দেবে।
এ নিয়ে বিশ্লেষকরা বলছেন, এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্র বছরে অন্তত পনেরশ কোটি ঘনমিটার জ্বালানি রপ্তানি করতে পারবে। দীর্ঘমেয়াদী এই চুক্তির ফলে ২০৩০ সাল পর্যন্ত ইইউ যুক্তরাষ্ট্রের থেকে ৫ হাজার কোটি কিউবিক মিটার পর্যন্ত গ্যাস আমদানি করতে পারবে।
এছাড়া বাইডেন ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন রাশিয়ার ইউক্রেনে আগ্রাসন নিয়ে আলোচনার মাধ্যমে কিয়েভকে নতুন সমর্থনের প্রস্তাব দিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমরা রাশিয়ার ওপর ইউরোপের নির্ভরতা কমাতে একত্রিত হয়েছি। পুতিন রাশিয়ার জ্বালানি সক্ষমতাকে ব্যবহার করে তার প্রতিবেশীদের নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আর এই জ্বালানির টাকা তারা যুদ্ধে ব্যবহার করছে।
তিনি আরো বলেন, এজন্যই আমি এই মাসের শুরুতেই ঘোষণা দিয়েছি কোন আমেরিকান নাগরিক পুতিনের এই নৃশংস পরিকল্পনার অংশ নেবে না। একই সঙ্গে আমি ইউরোপীয় ইউনিয়নকে রাশিয়ান নির্ভরশীলতা থেকে বের হতে তাদের দৃঢ় অবস্থানের জন্য অভিনন্দন জানাই।
এ প্রসঙ্গে রয়টার্স জানায়, ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর নাখোশ যুক্তরাষ্ট্রসহ এর ইউরোপের মিত্ররা। বিশেষ করে দেশগুলো রাশিয়ার জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমাতে চাইছে।
এর আওতায় রুশ গ্যাসের ব্যবহার দুই-তৃতীয়াংশ কমিয়ে পুনর্ব্যবহারযোগ্য শক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ইইউ রাষ্ট্রগুলো। চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র চলতি বছরই ইইউকে অতিরিক্ত দেড় হাজার কিউবিক মিটার গ্যাস দেবে।
-এটি