আবদুল্লাহ তামিম।। ভারতের কর্ণাটকের মুসলিম নেতারা, বিধানসভার সদস্যরাসহ প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা সেদারামিয়ার সাথে দেখা করেছেন। তাকে রাজ্য বিধানসভায় হিজাবের বিষয়টি উত্থাপন করার আহ্বান জানিয়েছেন।
আজ শুক্রবার এক গুরুত্বপূর্ণ বৈঠক থেকে তারা এ আহ্বান জানান।
কর্ণাটক হাইকোর্ট শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে বেশ কয়েকটি পিটিশন খারিজ করার পরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাথে মুসলিম নেতাদের বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে প্রশংসিত করা হচ্ছে।
আমিরে শরিয়ত কর্ণাটক মাওলানা সগির আহমেদ রশিদির সভাপতিত্বে বৈঠকে আরবি কলেজে পরীক্ষা চলাকালীন মুসলিম শিক্ষার্থীদের হিজাবের সমস্যা ও এ বিষয়ে সমাধান করতে সেদারামিয়াকে অবহিত করেন।
প্রতিনিধি দলে জামিয়া মসজিদ সিটির খতিব ও ইমাম মাওলানা মাকসুদ ইমরান রশিদি, অন্যান্য বিশিষ্ট আলেম, কংগ্রেস পার্টির অ্যাসেম্বলির সদস্য, কাউন্সিলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। সূত্র: দেওবন্দ টাইসম
-এটি