বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

ফ্রান্সে সাত তলা থেকে লাফ একই পরিবারের পাঁচজনের আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফ্রান্সের মুনত্রেই শহরে একটি ভবনের সাত তলা থেকে একই পরিবারের ৫ জন লাফিয়ে পড়েছেন। তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। অন্যজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ‍নিজেদের অ্যাপার্টমেন্টের দরজায় পুলিশের আওয়াজ পাওয়ার পর বারান্দা থেকে নিচে লাফ দেন তাঁরা।

গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপির খবরে এ কথা জানানো হয়। তবে কেন তাঁরা এ ঘটনা ঘটালেন, সেটা নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ বলছে, নিহতরা হলেন বাড়ির কর্তা (৪০), তাঁর স্ত্রী (৪১), স্ত্রীর যমজ বোন, এই দম্পতির আট বছরের মেয়ে ও ১৫ বছরের ছেলে। ছেলেটিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় পুলিশের মুখপাত্র জ্যাঁ ক্রিস্টোফ সাউতেরেল বলেন, সার্বিক পরিস্থিতিতে মনে হচ্ছে পুলিশ কর্মকর্তাদের দেখে ওই পরিবার বারান্দা থেকে লাফিয়ে পড়ার সিদ্ধান্ত নেয়। পুলিশ সদস্যরা অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকতে পারেনি।

এ ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। ওই ‍মুখপাত্র জানান, সম্ভাব্য সব বিষয় মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ