আবদুল্লাহ তামিম।।
পশ্চিমবঙ্গে ভূমি সহিংসতা নিয়ে রাজনীতি তীব্র হয়েছে। এবার সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি আসাদউদ্দিন ওয়াইসিও এই ঘটনায় মুখ খুলেছেন।
আজ শুক্রবার তিনি এ মন্তব্য করেন। ওয়াইসি বলেন, বাংলা সরকার সহিংসতা বন্ধ করতে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে ওয়াইসি বলেছেন, তিনি রাজনৈতিক দলগুলিকেও নিশানা করেছেন।
ওয়েসি বলেন, রাজনৈতিক দলগুলো হয়তো ভোট নিয়েছে কিন্তু তাদের শিক্ষা-কলম দেওয়া হয়নি। হাতে বোমা দেওয়া হয়েছে। ওয়াইসি বলেন, বীরভূমে যা ঘটেছে তাতে দেখা যাচ্ছে সরকার ব্যবহার করছে। একই রাজনৈতিক দলের দুই দল সহিংসতা চালাচ্ছে যেখানে শিশুসহ বহু মানুষ নিহত হয়েছে। বাংলায় সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার।
তিনি যোগ করেছেন যে সেখানে (বীরভূমে) যা ঘটেছে তা দেখিয়েছে যে রাজনৈতিক দলগুলি এই রাজ্যের মুসলমানদের নামে ভোট দেয়। কিন্তু তাদের শিক্ষিত হতে সহায়তা করে না। তাদের হাতে কলম নেই, যার হাতে কলম নাই তার হাতে বোমা নেই। আমরা বীরভূমে যা ঘটেছে তার তীব্র নিন্দা জানাই। সূত্র: আসরে হাজির
-এটি