আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে সৃষ্টি হয়েছে মানবিক সংকটের। যা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রশ্নে জাতিসংঘের সাধারণ পরিষদে আনা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।
বৃহস্পতিবার (২৪ মার্চ) নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতর পরিষদের জরুরি অধিবেশন এ ভোটাভুটি হয়েছে। যা ১৪০ ভোটে পাস হয়েছে।
প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় পাঁচ দেশ। এগুলো হল- রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া ও সিরিয়া। আর ভোটদানে বিরত ছিল ৩৮ দেশ।
সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পাস হওয়া এ প্রস্তাব মানার কোনো বাধ্যবাধকতা নেই রাশিয়ার। এর আগেও ২ মার্চ ইউক্রেনে হামলা বন্ধে প্রস্তাব পাস হয় সাধারণ পরিষদে। তখন পক্ষে ভোট দিয়েছিল ১৪১ দেশ। ভোটদানে বিরত ছিল বাংলাদেশ।
-এএ