জুলফিকার জাহিদ।।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, অনাস্থা ভোটে লড়াইয়ের উদ্দেশ্য একটিই, তাহলো বিরোধীদের দুর্নীতির মামলাগুলো থেকে মুক্ত করে দেওয়া, কিন্তু যেদিন তাদের দুর্নীতির মামলাগুলো থেকে মাফ করে দেওয়া হবে সেদিন পাকিস্তানের সাথে সব থেকে বড় গাদ্দারী করা হবে।
তিনি বলেন, আমরা কারো সামনে মাথা নত করব না এবং কারো গোলামী করবো না।
এ সময় তিনি বলেন, তিন ইঁদুর মিলে আমাকে শিকার করতে চাইছে, ওই ইঁদুরেগুলোকে উচিত শিক্ষা দেওয়া হবে।
তিনি আরো বলেছেন, ভালো-মন্দের লড়াইয়ের ক্ষেত্রে আল্লাহ তায়ালা কাউকে নিরপেক্ষ থাকার অনুমতি দেননি। অথবা পিছু হটে এ কথা বলার অনুমতি দেননি যে, আমরা কারো সাথে নেই।
তিনি বলেন, যে সমাজে আমর বিল মারুফ-এর উপর আমল করা হয় সেখানে পলাতক আসামীকেও তার দল ছেড়ে যায়।
ইমরান খান আরো বলেছেন, ইসলামাবাদে ২৫ কোটি পর্যন্ত তাটাকা অফার করে মানুষের বিবেক কিনে নেওয়ার চেষ্টা চলছে। মানুষকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে এবং ব্ল্যাকমেইল করা হচ্ছে; কিন্তু ঈমানদারদের কেউ কিনে নিতে পারবে না এবং ভয় দেখাতে পারবে না।
তিনি আরো বলেছেন, ৩০ বছর ধরে মাওলানা ফজলুর রহমান ধর্মের নামে রাজনীতি করছেন। কিন্তু আমি রাজনীতি অথবা ভোটের চেষ্টা করছি না, আমার ঈমান হল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর দেখানো পথে দেশকে গড়ে তুলবো।
তিনি বলেন, দেশের উন্নতি করতে হলে মদিনার নীতিমালার উপর চলতে হবে। ন্যায় পরায়ণতা ছাড়া সমাজে উন্নতি করা সম্ভব নয়।
ইমরান খান বলেছেন, ভারতের সাথে বন্ধুত্ব করা হবে যখন তারা কাশ্মিরের প্রতি ইনসাফ করবে। ভারতের সাথে কথা বলার জন্য আমরা প্রস্তুত তবে এজন্য প্রথমে তাদের কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে দিতে হবে।
তিনি বলেন, এই দেশকে কারো সামনে নত হতে দিব না এবং কারো গোলামী করতে দেব না।
ইমরান খান বলেছেন, আল্লাহ তায়লা সবাইকে ভালো পক্ষাবলম্বনের নির্দেশ দিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে বলেছেন, আল্লাহ তায়ালা কাউকে ভালো-মন্দের লড়াইয়ের সময় নিরপেক্ষ থাকার অনুমতি দেননি।
ইমরান খান বলেন, অনাস্থা ভোটে লড়াইয়ের উদ্দেশ্য একটিই, তাহলো বিরোধীদের দুর্নীতির মামলাগুলো থেকে মুক্ত করে দেওয়া, কিন্তু যেদিন তাদের দুর্নীতির মামলাগুলো থেকে মাফ করে দেওয়া হবে সেদিন পাকিস্তানের সাথে সব থেকে বড় গাদ্দারী করা হবে।
তিনি বলেন, আমরা কারো সামনে মাথা নত করব না এবং কারো গোলামী করবো না।
ইমরান খান আরো বলেছেন, ইঁদুরেরা একসাথে হয়ে বলছে, পাকিস্তানের অবস্থা অনেক খারাপ, আমি তাদের চ্যালেঞ্জ দিয়ে বলবো কোন সরকার আমার সময়ের মত পারফরম্যান্স দেখাতে পারেনি। আমার গর্ব হয় যে আমার সরকার ভালো কিছু করতে পেরেছে।
সূত্র: ডেইলি জং
এনটি