আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধে সংকট সমাধানের জন্য অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড জেরুসালেমকে উত্তম জায়গা হিসেবে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রোববার রাতে এক ভিডিও বার্তায় তিনি এই কথা বলেন।
ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় চেষ্টা করছেন উল্লেখ করে বেনেত বলেন, ‘আগে বা পরে যখনই হোক, হয়তো রাশিয়ার সাথে আমরা আলোচনায় বসছি।’
তিনি বলেন, জেরুসালেমই ‘শান্তির সন্ধানের জন্য উত্তম জায়গা।’
ইহুদি, খ্রিস্ট ও ইসলাম- তিন ধর্মের মানুষের কাছেই জেরুসালেম পবিত্র স্থান হিসেবে বিবেচিত।
গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া।
পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে পুতিন ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে বর্ণনা করছেন। ইউক্রেনকে ‘বেসামরিকীকরণ’ ও ‘নাৎসিমুক্ত’ করার জন্যই তিনি এই অভিযান চালিয়েছেন বলে দাবি করছেন।
সূত্র: আলজাজিরা
এনটি