আওয়ার ইসলাম ডেস্ক: দক্ষিণ পূর্ব চীনে ভেঙে পড়ল একটি বিমান। ১৩৩ জন যাত্রী ছিলেন বিমানটিতে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই দুর্ঘটনায় কারো বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। ভারতীয় সময় সোমবার দুপুরে দুর্ঘটনার খবরটি জানা যায়।
চীনের সরকারি টিভি চ্যানেল সিসিটিভি সম্প্রচার করে খবরটি। দুর্ঘটনাগ্রস্ত বিমানটি চীনের যাত্রীবাহী বিমান সংস্থা চায়না ইস্টার্ন প্যাসেঞ্জারে বোয়িং-৭৩৭ বিমান।
চীনের উওজোউ শহরের কাছে গুয়াংগজি এলাকায় বিমানটি ভেঙে পড়ে। পাহাড়ের মধ্যে জঙ্গলে ঘেরা ওই এলাকায় বিমানটি ভেঙে পড়ার পর আগুন লেগে যায় জঙ্গলে। ঘটনাস্থলের বেশ কয়েকটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে। সেগুলোতে দেখা যাচ্ছে পাহাড়ের ওই এলাকা থেকে বেড়িয়ে আসছে ধোঁয়া।
এনটি