বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
‘সম্প্রীতি বিনষ্ট করার পরিকল্পনায় চিন্ময় কাজ করছিল’ অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা

ইসরাইলের ওপর রাগ ঝাড়লেন জেলেনস্কি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসরাইলের সংসদ সদস্যদের সামনে জুমে রোববার ভাষণ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।

জেলেনস্কি তার দেওয়া বক্তব্যে ইসরাইলের সমালোচনা করেছেন।

ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধে নিরপেক্ষতা বজায় রেখেছে ইসরাইল। তাছাড়া ইউক্রেনকে কোনো সামরিক সহায়তাও দেয়নি তারা।

বিষয়টি নিয়ে ক্ষুদ্ধ হয়েছেন জেলেনস্কি। তিনি ইসরাইলের সংসদ সদস্যদের সঙ্গে কথা বলার সময়ই সরাসরি সমালোচনা করেছেন।

ইসরাইলের নিরপেক্ষ থাকার বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে জেলেনস্কি বলেন, আমি মনে করিয়ে দিতে চাই নিরপেক্ষতা ধ্বংস করে। আপনারা দুই দেশের মধ্যে মধ্যস্থতা করতে পারেন কিন্তু ভালো এবং খারাপের মধ্যে মধ্যস্থতা করতে পারেন না।

এদিকে ইসরাইল ইউক্রেনে মানবিক সহায়তা পাঠানোর বিষয়ে রাজি আছে। কিন্তু তারা কোনোভাবেই ইউক্রেনে অস্ত্র সহায়তা দেবে না। কারণ এতে করে তাদের ওপর রাশিয়া ক্ষুদ্ধ হবে।

ইসরাইলের সংসদ সদস্যদের সঙ্গে দেওয়া ভাষণে ইসরাইলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম দেওয়ার জন্য ইসরাইলকে অনুরোধ করেন জেলেনস্কি।

আইরন ডোমের ব্যাপারে জেলেনস্কি বলেন, প্রত্যেকে জানেন আপনাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা সেরা। আপনারা নিশ্চিতভাবে আমাদের জনগণকে সাহায্য করতে পারেন। ইউক্রেনীয় ইহুদিদের জীবন বাঁচাতে পারেন।

কিন্তু জেলেনস্কির এ আহ্বানে সাড়া দেবে না ইসরাইল।

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল, বিবিসি

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ