আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সিয়ালকোটে এক সেনাঘাঁটির গোলাবারুদের গুদামে আগুন লেগেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
রোববার পাকিস্তানের সামরিক বাহিনীর আন্তঃবাহিনী গণসংযোগ বিভাগের (আইএসপিআর) পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, রোববার সকালে সিয়ালকোটের সেনাঘাঁটির কাছে গোলাবারুদের ওই গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যায়।
এতে বলা হয়, ‘সময়মতো কার্যকর পদক্ষেপের কারণে, তাৎক্ষণিকভাবে ক্ষতি রোধ করা গেছে এবং আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কোনো সম্পত্তির ক্ষতি বা জীবনহানি হয়নি।’
এর আগে রোববার সিয়ালকোটের সেনাঘাঁটির কাছে এই গোলাবারুদের গুদামে আগুনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ভিডিওচিত্রে ওই গুদামে কয়েক দফা বিস্ফোরণের শব্দ শোনা যায়।
সূত্র : এআরওয়াই নিউজ
এনটি