আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ আলি হোসেইনি ইসলামভীতি এবং ইসলামের শত্রুদের নেতিবাচক পদক্ষেপের বিরুদ্ধে লড়তে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) দেশগুলোর ক্ষমতাকে কাজে লাগানোর ওপর জোর দিয়েছেন।
আগামী ২২-২৩ মার্চ পাকিস্তানে ওআইসির সদস্য দেশগুলো পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের প্রাক্কালে এক ভিডিও বার্তায় এ মন্তব্য করেন হোসেইনি। রোববা এই খবর প্রকাশ করেছে ইরানের বার্তা সংস্থা ইরনা।
ফিলিস্তিনিদের সাহায্য ও সমর্থন দিতে এবং দখলকৃত ভূমি উদ্ধারে ওআইসি প্রতিষ্ঠিত হয় উল্লেখ করে তিনি বলেন, ওই আশা ম্লান হওয়া উচিত নয়।
হোসেইনি বলেন, পাকিস্তানে আসন্ন বৈঠক সহ সংস্থার নিয়মিত বৈঠকগুলি মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি মোকাবিলা করার জন্য সুযোগ তৈরি করে।
এনটি