বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


সাঁতারে বিশ্ব রেকর্ডধারী শুলিকোর ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কিরগিজস্তানের ইসিক-কুল হ্রদে সাঁতার কেটে বিশ্ব রেকর্ড করা “ভ্লাদিস্লাভ শুলিকো” ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

তিনি ইসিক-কুল হ্রদ অতিক্রম করে ‘কিরগিজস্তানের মুক্তা’ নামে খ্যতি অর্জন করেছেন এবং এই হ্রদ অতিক্রম করে বিশ্ব রেকর্ড করেছেন।

ভ্লাদিস্লাভ শুলিকো ইসিক-কুল হ্রদ অতিক্রম করেছে যা ৩ হাজার ছয়শটি অলিম্পিক পুলের সমান।

কিরগিজস্তানের ইরানি কালচারাল কাউন্সিল জানিয়েছেন, ২১ বছর বয়সী শুলিকো ২২ আগস্ট, ২০২১ তারিখে ১৯:৩০-এ ম্যারাথন শুরু করেন এবং ৬ দিনে কারাকোল থেকে বালিকচি পর্যন্ত ১৮০ কিলোমিটার পথ অতিক্রম করেন।

ইসিক কিরগিজস্তানের তিয়ানশান পর্বতমালার উত্তরে একটি হ্রদ। এই হ্রদটি তুর্কিস্তান এবং কিরগিজস্তান অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বত হ্রদ এবং বিশ্বের বৃহত্তম পর্বত ও মিঠা পানি সমৃদ্ধ হ্রদগুলির মধ্যে একটি। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ