ইবনে নাজ্জার।।
দেওবন্দ প্রতিনিধি>
দারুল উলুম দেওবন্দের সিনিয়র শিক্ষক হিসেবে নিয়োগ পেলেন মুফতি সালমান মনসুরপুরি। মজলিসে শুরার গুরুত্বপূর্ণ বৈঠকে মুফতি সালমান মনসুরপুরিকে দেওবন্দের সিনিয়র শিক্ষক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও বৈঠকে আরো বেশ কয়েকটি কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ১৩ মার্চ দারুল উলুম দেওবন্দের মেহমান খানায় মজলিসে শুরার গুরুত্বপূর্ণ সভা শুরু হয়। লাগাতার দুদিন বৈঠক জারি ছিল।
সভার শুরুতে মজলিসে শুরার গুরুত্বপূর্ণ সদস্য মাওলানা খামুশ রহ. এর মৃত্যুতে শোক প্রকাশ ও দুআ করা হয়। শিক্ষাসচিব মুফতি খুরশিদ আলম পুরো বছরের শিক্ষা রিপোর্ট পেশ করেন। তিন বছর অত্যন্ত সুনিপুণতার সাথে শিক্ষা অধিদপ্তরের দায়িত্ব পালন শেষে বিদায় গ্রহণ করেন তিনি। সভায় শিক্ষাসচিব হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেন মাওলানা হুসাইন আহমাদ হারিদুয়ারি।
গত বছর করোনার প্রকট থেকে সুরক্ষা পায়নি দারুল উলুম দেওবন্দও। পৃথিবী ছেড়ে গেছেন চারজন সিনিয়র শিক্ষক।
এই সভায় কয়েকজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। তবে সিনিয়র শিক্ষক হিসেবে মুফতি সালমান মনসুরপুরি ছাড়া অন্যদের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, তিনি ভারতের প্রসিদ্ধ মুফতি ও সুনামধন্য মাদ্রাসা শাহি মুরাদাবাদের সিনিয়র শিক্ষক ও মুফতি হিসেবে দায়িত্বরত আছেন। আগামী শিক্ষাবর্ষে দারুল উলুম দেওবন্দে যোগদান করবেন।
বৈঠকে শিক্ষা, নির্মাণ ও পরিচালনা অধিদপ্তরের বিভিন্ন বিষয়ের হিসাব নিকাশ ও যাচাই-বাছাই করা হয়। নেওয়া হয় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত। অতঃপর দুআর মাধ্যমে গতকাল রাতে সভা শেষ হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানি, দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন মাওলানা সাইয়িদ আরশাদ মাদানি, এমপি মাওলানা বদরুদ্দীন আজমল আসাম, এমএলএ মাওলানা মুহাম্মদ ইসমাইল মালিগাঁও, শাহ আবরারুল হক হারদুয়ির জামাতা হাকিম মুহাম্মাদ কলিমুল্লাহ আলিগড়ি, মাওলানা আবদুল আলিম ফারুকী লখনৌ, মাওলানা রহমতুল্লাহ কাশ্মীরি, মাওলানা আনোয়ার-উর-রহমান বিজনুরি, সাইয়িদ আনজার হুসাইন মিয়া দেওবন্দি, মাওলানা মাহমুদুল হক রাজস্থানি, মাওলানা আকিল সাহারানপুরি, মাওলানা মুহাম্মদ আকিল কাসেমি গাড়িদৌলত, মাওলানা সাইয়িদ হাবিব বান্দভি, মুফতি শফিক ব্যাঙ্গালুরি, মাওলানা আব্দুল সামাদ ২৪ পরগণা সভায় উপস্থিত ছিলেন।
তবে মাওলানা সাইয়িদ রবি হাসনি নদভি, মাওলানা গোলাম মুহাম্মাদ উস্তানভি, মুফতি আহমদ খানপুরি, মাওলানা ইশতিয়াক মুজাফফরপুরি এবং মাওলানা ইব্রাহিম সভায় উপস্থিত হতে পারেননি।
এনটি