বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


সৌদি আরবের ইতিহাসে এক দিনে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান তানভীর। বিভিন্ন ‘সন্ত্রাসবাদ’ ও ‘বিপথগামী চিন্তাধারা’ লালন করায় সৌদি কর্তৃপক্ষ ৮১ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। তাদের বেশিরভাগই সৌদি নাগরিক, সাতজন ইয়েমেনিসহ একজন সিরীয়ান অধিবাসী।

গতকাল শনিবার এ ৮১ জনকে মৃত্যুদণ্ড দেয় সৌদি আদালত। জানা যায়, সৌদির ইতিহাসে এটিই প্রথম একদিনে এত জনের মৃত্যুদণ্ড।

দেশটি তাদের বিরুদ্ধে বিভিন্ন ধর্মীয় স্থান ও বেশ কয়েকটি সরকারী সদর দপ্তর লক্ষ্য করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগ তুলেছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এই ৮১ জনকে বিভিন্ন সন্ত্রাসবাদ ও ‘বিপথগামী চিন্তাধারার’ অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়েছে তাদের ওয়েবসাইটে।

এরই মধ্যে অভিযুক্তদের তালিকাসহ তাদের অভিযোগগুলির একটি চার্জশিট দাখিল করা হয়েছে। সেই নথিপত্রগুলোতে তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করার কথা বলা হয়েছে। সৌদির সুপ্রিম কোর্টসহ আপিল বিভাগ থেকেও এই রায় দেয়া হয়েছে। তাছাড়া এ রায় বহাল রাখার জন্য রাজকীয়ভাবে আদেশও জারী করা হয়। তাদের বিরুদ্ধে আইনগতভাবে নেয়া মৃত্যুদন্ডের এ সিদ্ধান্ত গত শনিবার, ১২ মার্চ তারিখে কার্যকর করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জোরালোভাবে ঘোষণা করেছে, যে কেউ তার নিজের নিরাপত্তা ও তার অঞ্চলের নাগরিক-অধিবাসীদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে জনজীবনকে ব্যাহত করে, সমাজের নিরাপত্তা, স্বার্থ বজায় রাখতে কর্তৃপক্ষের কোনো কাজে বাধা দেয় বা রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসবাদের সাথে জড়িত থাকে, তাদেরকে কঠোরভাবে প্রতিরোধ করতে সৌদি সরকার কখনও দ্বিধাবোধ করবে না। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ