রবিউল ইসলাম।।
নারায়ণগঞ্জ থেকে>
নারায়ণগঞ্জ সাইনবোর্ডের জামিআতু ইব্রাহিম মাদরাসায় গণ টিকা কর্মসূচিতে অংশ নিয়ে টিকা গ্রহণ করেছেন আশপাশের ৪৫-৫০ টি পুরুষ ও মহিলা মাদরাসার শিক্ষার্থীরা।
গণ টিকা নিতে আজ (২৬ ফেব্রুয়ারি) শনিবার ভোর থেকেই শিক্ষার্থীদের দীর্ঘ লাইন লক্ষ করা গেছে। তবে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা চোখে পড়েনি।
কেন্দ্রের এক দায়িত্বশীল এখানকার পরিস্থিতি জানতে বলেন, "সরকারি নির্দেশনা অনুযায়ী গণ টিকা কর্মসূচি সকাল থেকেই সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। আশাপাশের অন্তত ৫০ টি কওমী পুরুষ ও মহিলা মাদরাসার শিক্ষক, শিক্ষার্থীরা এই কেন্দ্রে টিকা গ্রহণের সুযোগ পাচ্ছে। খুব সুশৃঙ্খলভাবে সবাই সিরিয়াল মেইনটেইন করে টিকা নিচ্ছেন।"
স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, এখানে পর্যাপ্ত টিকা, অভিজ্ঞ ডাক্তার এবং কর্মঠ ভলান্টিয়ার আছেন। তাই টিকা গ্রহণে প্রার্থীদের কোন প্রকার হয়রানি বা ঝামেলায় পড়তে হবে না।"
এ প্রসঙ্গে টিকা গ্রহণকারী জামিআ দাওয়াতুল কুরআন প্রতিষ্ঠানের শিক্ষা সচিব মাওলানা হিফযুর রহমান বলেন, "আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার শুকরিয়া তিনি করোনার এই মহামারিতে কওমী মাদ্রাসার উস্তাদ-ছাত্র সকলকে সুস্থ রেখেছেন।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আমরা টিকা গ্রহণের এই কর্মসূচিতে অংশ গ্রহণ করেছি। যারা এই মহামারিতে ইন্তেকাল করেছেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করুন। আমাদের দেশকে বিপদ থেকে হিফাজত করুন।"
প্রসঙ্গত, আজ এই কেন্দ্রে প্রায় ৯-১০ হাজার প্রার্থী টিকা নিচ্ছে। এর মধ্যে মাদানীনগর মাদরাসার ১৫০০ জন
জামিআ আশরাফিয়ার ৫২০ জন। জামিআ দাওয়াতুল কুরআন (ভুইগড়) এর ১০৫ জন। উম্মে মুআয তা'লীমুন্নিসা (ভূইগড়) এর ৮০ জন শিক্ষার্থী ছিলেন।
এনটি